তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: id:Teknik listrik
Vargenau (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩৪ নং লাইন:
পেশাদারীত্বের সনদ অর্জনের লাভ দেশ ভেদে কমবেশী হতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় "কেবলমাত্র একজন পেশাদার প্রকৌশলীই (প্রফেশনাল ইঞ্জিনিয়ার) জনস্বার্থে বা ব্যক্তিমালিকানাধীনে নির্মিত প্রকৌশল কাজ সমূহে মোহরাংকন করতে পারবেন।‍"<ref>{{cite web | title = কেন পেশাদারীত্বের সনদ প্রয়োজন| work = ন্যাশনাল সোসাইটি অব প্রফেশনাল ইঞ্জিনি্যার্স (National Society of Professional Engineers) | url = http://www.nspe.org/lc1-why.asp | accessdate = July 11 | accessyear = 2005 }}</ref> কোন কোন দেশে এই যোগ্যতা রাজ্য এবং রাষ্ট্রীয় আইন দ্বারা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যেমন [[কুইবেক|কুইবেকের]] "ইঞ্জিনিয়ার্স অ্যাক্ট"।<ref>{{cite web | title = ইঞ্জিনিয়ার্স অ্যাক্ট | work = কুইবেক স্ট্যাটাস এন্ড রেগুলেশন্স (Quebec Statutes and Regulations (CanLII)) | url = http://www.canlii.org/qc/laws/sta/i-9/20050616/whole.html | accessdate = July 24 | accessyear = 2005 }}</ref> কোন কোন দেশে অবশ্য এরকম কোন আইনের অস্তিত্ব নেই। তবে আইন থাকুক বা নাই থাকুক, সব দেশের সব পেশাদারীত্বের সনদ প্রদানকারী কর্তৃপক্ষ নীতিগত ভাবে একটি নিয়ম মেনে চলে যা তাদের সকল সদস্যকে মেনে চলতে হয় অন্যথায় বহিষ্কৃত হবার সম্ভাবনা থাকে।<ref>{{cite web | title = কোডস অব এথিকস অ্যান্ড কন্ডাক্ট | work = অনলাইন এথিকস সেন্টার (Online Ethics Center) | url = http://onlineethics.org/codes/ | accessdate = July 24 | accessyear = 2005 }}</ref> এভাবে এই প্রতিষ্ঠানগুলি প্রকৌশল পেশার নীতিগত মান সমুন্নত রাখতে মূল্যবান ভূমিকা পালন করে। এমনকি [[আদালত|আদালতে]] যেখানে কাজের জন্য সনদের অত্যন্ত ক্ষুদ্র মূল্য প্রদান করা হয় অথবা মূল্য দেওয়াই হয়না, সেখানেও প্রকৌশলীদের চুক্তিনামা মেনে চলতে হয়। কোন কারণে যদি একজন প্রকৌশলীর নির্মান বা কাজ ব্যর্থ হয়, তাহলে তিনি অবহেলার দায়ে অভিযুক্ত হতে পারেন, এমনকি চরমক্ষেত্রে "ক্রিমিনাল নেগলিজেন্স" বা অবহেলার অপরাধে দন্ডিত হতে পারেন। একজন প্রকৌশলীর কাজকে অবশ্যই আরো অনেক রীতি এবং নীতি যেমন [[গৃহনির্মাণ নীতি]] বা [[পরিবেশ আইন]] মেনে সম্পন্ন হতে হয়।
 
তড়িৎ প্রকৌশলীদের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে [[ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স]] (আইইইই) এবং [[ইন্সটিটিউশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স]] (আইইই)। আইইইই-এর ভাষ্যমতে তারা তড়িৎ প্রকৌশলে পৃথিবীর মোট প্রকাশনা ও নিবন্ধের ৩০ শতাংশ প্রকাশ করে, সারা বিশ্বে তাদের ৩৬০,০০০ জনেরও বেশী সদস্য রয়েছে এবং তারা বাৎসরিক ৩০০টিরও বেশী সম্মেলনের আয়োজন করে।<ref>{{cite web | title = IEEE সর্ম্পকে | work = IEEE | url = http://www.ieee.org/about/ | accessdate = July 11 | accessyear = 2005 }}</ref> আইই ১৪টি জার্নাল প্রকাশ করে, সারা বিশ্বে তাদের সদস্য সংখ্যা ১২০,০০০ জনেরও বেশী, এবং তারা দাবী করে তারা ইউরোপের সর্ববৃহৎ পেশাদার প্রকৌশলী সংস্থা।<ref>{{cite web | title = IEE সর্ম্পকে | work = The IEE | url = http://www.iee.org/TheIEE/about.cfm | accessdate = July 11 | accessyear = 2005 }}</ref> <ref>{{cite web | title = জার্ণাল ও সাময়িকী | work = The IEE | url = http://www.iee.org/Publish/Journals/ | accessdate = July 11 | accessyear = 2005 }}</ref> প্রাযুক্তিক জ্ঞান এবং দক্ষতা প্রকৌশলীদের ভুবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই পেশাদারীত্ব বজায় রাখার স্বার্থে প্রযুক্তি সর্ম্পকিত সংস্থার সদস্য হওয়া, নিজ নিজ ক্ষেত্রের সাময়িকীসমূহে অবহিত থাকা এবং ক্রমাগত জ্ঞানার্জন করার অভ্যাস বজায় রাখা জরুরী।<ref>{{cite web | title = তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীগণ, কম্পিউটার ব্যতীত | work = অকুপেশনাল আউটলুক হ্যান্ডবুক (Occupational Outlook Handbook) | url = http://www.bls.gov/oco/ocos031.htm | accessdate = July 16 | accessyear = 2005 }} (কপিরাইট সংক্রান্ত তথ্যের জন্য [http://www.en.wikipediwikipedia.org/wiki/work_of_the_United_States_Government| এখানে দেখুন])</ref>
 
==যন্ত্রপাতি এবং কর্মক্ষেত্র==