বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
A.M.R. (আলোচনা | অবদান)
গাণিতিক পরিভাষা
A.M.R. (আলোচনা | অবদান)
৩২৪ নং লাইন:
 
গণিতের আর্টিকেল লিখতে গিয়ে নাম নিয়ে বেশ ঝামেলায় আছি। একটা পাতা করবেন, যেখানে নাম নিয়ে আলোচনা করা যায়, পরামর্শ নেয়া যায়। এই মুহূর্তে linear programming বাংলা নিয়ে চিন্তিত আছি। রৈখিক প্রোগ্রামিং দেয়া যায়। তবে প্রোগ্রামিং শব্দটা ইংরেজিতে তখন যে কারণে আমদানি হয়েছিল, সেটা তো এখন প্রযোজ্য নয়। তাই ভাবছি, আমরা নামটা রৈখিক সমস্যা দিতে পারি কিনা? -[[User:A.M.R.|রূপম]] ([[User talk:A.M.R.|আলাপ]]) ০৮:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
:প্রোগ্রামিং শব্দটা ব্যবহারের বিপক্ষে আমার যুক্তি হচ্ছে প্রোগ্রামিং শব্দটা তখন যে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছিল, এখন প্রোগ্রামিং বলতে আমরা সচরাচর সেটা বুঝি না। প্রোগ্রামিং শব্দটার ব্যবহার এখানে অনেকটা ঐতিহাসিক কারণে, যে ইতিহাসটা বাংলা ভাষায় বয়ে বেড়ানোর ব্যাপারে আমি সন্দিহান। সমস্যা শব্দটা এখানে ঠিক প্রযোজ্য না। আমি প্রোগ্রামিংয়ের জায়গায় সেরা-অনুকূলকরণ প্রস্তাব করছি। যেমন উত্তল সেরা-অনুকূলকরণ। আর সেরা-অনুকূলকরণের বিপরীতে শুধু অনুকূলকরণ কি বিবেচনা করা যায়? যদিও সেরাটা বের করাই কাজ, বহু অপ্টিমাইজেশান পদ্ধতি কিন্তু মোটামুটি মানের কিছু একটা বের করেই ছেড়ে দেয়। যেমন লোকাল অপ্টিমা। সেক্ষেত্রে কেবল অনুকূলকরণ বললে বেশি মানানসই মনে হচ্ছে। লোকাল অপ্টিমাকে সেক্ষেত্রে বলা যায় স্থানীয়ভাবে অনুকূল মান। অথবা সেরা-অনুকূলকরণের বদলে উৎকৃষ্টকরণ কেমন? স্থানীয়ভাবে উৎকৃষ্ট মান। আমি অপ্টিমাইজেশানের উপর ক'দিন কাজ করে অধিকাংশক্ষেত্রে মানানসইভাবে প্রযোজ্য একটা নাম প্রস্তাব করব। ধন্যবাদ। -[[User:A.M.R.|রূপম]] ([[User talk:A.M.R.|আলাপ]]) ২৩:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)