ভারতের সংস্কৃতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mitadru (আলোচনা | অবদান)
Mitadru (আলোচনা | অবদান)
৪৬ নং লাইন:
===সামগ্রিক বর্ণনা===
ইউজিন এম. মাকারের মতে, ভারতের প্রথাগত সংস্কৃতির ভিত্তি আপেক্ষিকভাবে কঠোর এক সামাজিক ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস। তিনি আরও বলেছেন, শিশুদের অতি অল্পবয়স থেকেই তাদের সামাজিক কর্তব্য ও অবস্থান সম্পর্কে সচেতন করে তোলা হয়।<ref name="makar">{{cite book|title=An American's Guide to Doing Business in India|url=http://books.google.com/?id=0QB43fNiTKkC&printsec=frontcover|author=Eugene M. Makar|year=2008|isbn=1598692119}}</ref> অনেকেই মনে করেন যে, মানুষের জীবনকে চালনা করেন দেবতা ও উপদেবতারা।<ref name="makar"/> [[ভারতে বর্ণাশ্রম প্রথা|বর্ণাশ্রম প্রথা]] দেশের একটি শক্তিশালী সামাজিক বিভাজন রেখা।<ref name="makar"/> সহস্রাধিক বছর ধরে উচ্চবর্ণের মানুষেরা সামাজিক বিধিনিষেধগুলিকে নিয়ন্ত্রণ করে এসেছেন।<ref name="makar"/> তবে সাম্প্রতিককালে, বিশেষ করে শহরাঞ্চলে, এই বিভাজন অনেকটাই নির্মূল হয়েছে।<ref name="makar"/> [[গোত্র|গোত্রব্যবস্থা]] হিন্দুদের পারিবারিক জীবনের একটি বিশিষ্টতা। এই ব্যবস্থার মাধ্যমে পরিবারগুলির সঙ্গে তাদের পূর্বপুরুষদের সম্পর্ক রক্ষিত হয়ে থাকে।<ref name="makar"/> গ্রামাঞ্চলে, এমনকি কখনও কখনও শহরাঞ্চলেও একই পরিবারের তিন কিংবা চারটি প্রজন্মকে একই ছাদের তলায় বসবাস করতে দেখা যায়।<ref name="makar"/> [[পুরুষতন্ত্র|পুরুষতান্ত্রিক]] পদ্ধতিতে পারিবারিক সমস্যাগুলির সমাধান করা হয়ে থাকে।<ref name="makar"/>
 
===পরিবার===
{{Main|হিন্দু একান্নবর্তী পরিবার|ভারতে পূর্বপরিকল্পিত বিবাহ|ভারতে নারী}}
[[File:HinduBrideIndia.jpg|thumb|[[পাঞ্জাবি সংস্কৃতি|পাঞ্জাবি]] [[হিন্দু বিবাহ|হিন্দু বিবাহ অনুষ্ঠানে]] বধূ]]
ভারতের সংস্কৃতিতে পরিবারের প্রভাব অত্যন্ত ব্যাপক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এদেশে একান্নবর্তী পরিবারের প্রথা চলে আসছে। এই ব্যবস্থায় পিতামাতা, পুত্র-পুত্রবধূ ও তাদের সন্তানসন্ততি প্রভৃতি একসঙ্গে বসবাস করে। সাধারণত বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই একান্নবর্তী পরিবারের কর্তা হন। তিনিই সমস্ত সিদ্ধান্ত নেন এবং নিয়মকানুন স্থির করে দেন। পরিবারের অন্য সকলে তাঁকে মান্য করে চলে।
 
== আরও দেখুন ==