সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TXiKiBoT (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: mn:Сандерлэнд (хөлбөмбөгийн баг)
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: ঘোষনা → ঘোষণা using AWB
১৯ নং লাইন:
leftarm2=FFFFFF|body2=FFFFFF|rightarm2=FFFFFF|shorts2=FFFFFF|socks2=FFFFFF|
}}
'''সান্ডারল্যান্ড এসোসিয়েশন ফুটবল ক্লাব''' [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] [[সান্ডারল্যান্ড]] অঞ্চলের একটি ফুটবল ক্লাব। এদের নিজস্ব মাঠ [[স্টেডিয়াম অব লাইট]]। বর্তমানে তারা [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]] খেলে থাকে। ৯৯ বছর [[রকার পার্ক]] স্টেডিয়ামে খেলার পর ১৯৯৭ সালে তারা স্টেডিয়াম অব লাইটে খেলা শুরু করে। সান্ডারল্যান্ডের সমর্থকদের সম্প্রতি সবচেয়ে কোলাহলপূর্ণ প্রিমিয়ার লীগের সমর্থক বলে ঘোষনাঘোষণা করা হয়েছে।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] আগে সান্ডারল্যান্ড ছয়বার লীগ শিরোপা জিতেছিল - ১৮৯২, ১৮৯৩, ১৮৯৫, ১৯০২, ১৯১৩ ও সর্বশেষ ১৯৩৬ সালে। তারাই স্ট্রিপ জার্সি পরিহিত সর্বশেষ দল যারা লীগ জিতেছে। ১৮৯০ সালে তারা ফুটবল লীগে প্রবেশ করে এবং ১৮৮৮ সালে লীগ প্রতিষ্ঠিত হবার পর ইতিহাসের প্রথম দল হিসেবে এতে যোগ দেয়। ১৯৫৮ সাল পর্যন্ত তারা একটানা শীর্ষ বিভাগে খেলেছিল। কেবলমাত্র [[আর্সেনাল ফুটবল ক্লাব|আর্সেনালেরই]] এর থেকে বেশি মৌসুম একটানা শীর্ষ বিভাগে খেলার রেকর্ড আছে। ১৯৩৭ সালে [[প্রেস্টন নর্থ এন্ড ফুটবল ক্লাব|প্রেস্টন নর্থ এন্ড]] দলকে ৩-১ গোলে হারিয়ে তারা তাদের প্রথম [[এফএ কাপ]] জিতে।<ref>http://www.fchd.btinternet.co.uk/cups/facupsummary.htm</ref>