স্টোনওয়াল দাঙ্গা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: ca:Aldarulls de Stonewall; cosmetic changes
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: দুরাবস্থা → দুরবস্থা, ধরণ → ধরন using AWB
১ নং লাইন:
[[চিত্র:Stonewall Inn 1969.jpg|thumb|alt=A black and white photograph of The Stonewall Inn, showing half of a sign that was placed in the window by the Mattachine Society several days following the riots| দ্য স্টোনওয়াল ইন, ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে তোলা ছবি। জানালায় একটি সাইনবোর্ডে লেখা: "আমরা সমকামীরা আমাদের লোকেদের অনুরোধ করছি, তাঁরা যেন ভিলেজের রাস্তায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করেন –[[ম্যাটাচিন]] "<ref>Carter, p. 143.</ref>]]
'''স্টোনওয়াল দাঙ্গা''' ([[ইংরেজি]]: '''Stonewall riots''') সমকামিতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। [[নিউ ইয়র্ক]] সিটির গ্রীনউইচ গ্রামের ক্রিস্টপার রোডের ৫১-৫৩ নাম্বারে [[স্টোনওয়াল ইন]] নামে একটা রেস্তরা সমকামীদের আড্ডা দেয়ার স্থান হিসেবে পরিচিত ছিলো বহুদিন ধরেই। ষাট-সত্তুরের দশকে পুলিশ এ ধরণেরধরনের [[গে বার]] গুলোতে হঠাৎ করেই হামলা চালাতো। এ ধরনের বারে এসে পুলিশ সমকামীদের উপর চড়াও হয়ে গণহারে এ্যারেস্ট করে গাড়িতে তুলে নিয়ে যেত। আর সে সময় সমকামীদের পক্ষে তেমন কোন আইন ছিলো না।
 
[[১৯৬৯|১৯৬৯ সালের]] [[জুন ২৮|২৮শে জুন]] পুলিশ খুব স্বাভাবিক নিয়মেই গ্রীন উইচের গ্রামের গে-বারটিতে হানা দেয়। কিন্তু সেদিন পুলিশ বারটিতে হানা দিলে সেখানকার লোকেরা অন্য সব সময়ের মতো পিছু না হটে সরাসরি পুলিশের সাথে সম্মুখ- লড়াইয়ে লিপ্ত হয়। থালা বাসন, গ্লাস, বোতল – যার সামনে যা কিছু ছিলো তাই নিয়েই পুলিশের মোকাবেলা শুরু করলো। একটা পর্যায়ে সব পুলিশদের রেস্তরার ভিতরে আবদ্ধ করে ফেলে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সেই পুলিশদের উদ্ধার করতে আরো নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়। কিন্তু তারা আবদ্ধ সহকর্মীদের দুরাবস্থাদুরবস্থা দেখা ছাড়া খুব একটা সুবিধা করতে পারেলেননা না। জনগণ ততক্ষণে রেস্তরার আশে পাশের রাস্তাগুলো দখল করে নিলো। পুলিশদের ওভাবেই আবদ্ধ করে রেখে দিনভর আর রাত জুড়ে দাঙ্গা চলতে থাকে।
 
এর পরদিন সমকামীদের সমর্থনে গ্রীনউইচ গ্রামের আশে পাশ থেকে আরো বহু লোক এবং সংগঠন এগিয়ে আসে। পুলিশদের উদ্দেশ্য পাথর ছোঁড়া থেকে আগুন জ্বালানো, পোড়ানো – কোন কিছুই বাদ যায় নি। প্রায় চারশ পুলিশএর সাথে যুদ্ধ করছিলো প্রায় দু হাজার সমকামী<ref>[http://www.mukto-mona.com/Articles/avijit/shomokamita/ সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান, অভিজিৎ রায়, শুদ্ধস্বর, ২০১০]</ref>।