বরাহমিহির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.5.2) (রোবট যোগ করছে: zh:伐罗诃密希罗
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: অংক → অঙ্ক using AWB
১ নং লাইন:
'''বরাহমিহির''' [[প্রাচীন ভারত|প্রাচীন ভারতের]] গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক (আনুমানিক [[৫০৫]] - [[৫৮৭]]) একজন বিখ্যাত দার্শনিক, [[জ্যোতির্বিজ্ঞান|জ্যোতির্বিজ্ঞানী]], গণিতবিদ ও [[কবিতা|কবি]]। তিনি ''পঞ্চসিদ্ধান্তিকা'' নামের একটি মহাসংকলনগ্রন্থ রচনা করেন, যাতে তার জীবদ্দশার সময়কার গ্রিক, মিশরীয়, রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সার লিপিবদ্ধ হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় বিজ্ঞানীদের অন্যতম। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও [[গণিতশাস্ত্র]], [[পূর্তবিদ্যা]], [[আবহবিদ্যা]], এবং [[স্থাপত্যবিদ্যা|স্থাপত্যবিদ্যায়]] পণ্ডিত ছিলেন। তিনি কলা ও বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় ব্যাপক অবদান রাখেন। উদ্ভিদবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে পুরাকৌশল --- জ্ঞানের সমস্ত ক্ষেত্রেই ছিল তাঁর স্বচ্ছন্দ পদচারণা।
 
ভারতের নয়াদিল্লীতে অবস্থিত সংসদ ভবনে বরাহমিহিরের সম্মানে একটি দেয়ালচিত্র অংকিতঅঙ্কিত হয়েছে।
 
== জীবন ও কর্ম ==