হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TXiKiBoT (আলোচনা | অবদান)
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: অপেক্ষমান → অপেক্ষমাণ, উত্যক্ত → উত্ত্যক্ত using AWB
২২ নং লাইন:
 
== উৎপত্তি ও বিকাশ ==
রাউলিং এর মতে, ১৯৯০ সালে তিনি যখন [[ম্যানচেস্টার]] থেকে [[লন্ডন]] যাচ্ছিলেন তখন ট্রেনের জন্য অপেক্ষমানঅপেক্ষমাণ থাকাকালে রেলস্টেশনে সর্বপ্রথম তার মাথায় ''[[হ্যারি পটার]]'' এর ধারণাটি আসে। তার মতে, "কালো চুলের চশমা পরা শীর্নকায় ছেলেটি, যে জানতই না যে সে একজন জাদুকর, আমার কাছে ক্রমেই বাস্তব হয়ে উঠছিল"।<ref name="jkrbio">{{cite web|url=http://www.jkrowling.com/textonly/en/biography.cfm| title=J. K. Rowling Official Site&nbsp; – Section Biography|accessdate=2007-08-15}}</ref> তিনি হ্যারিকে একজন অনাথ হিসেবে সৃষ্টি করেন। ১৯৯৯ সালে ''দ্য গার্ডিয়ান'' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "হ্যারিকে অনাথ হতেই হত; ফলে, সে মুক্ত ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারবে। তার মধ্যে বাবা মায়ের অনুশাসন মেনে চলা বা তাদেরকে অসন্তুষ্ট করার কোন ভয় থাকবে না। হগওয়ার্টসকেও একটি আবাসিক স্কুল হতেই হত। কেননা সিরিজের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘটনাই রাতের বেলা সংঘটিত হয়েছে! এছাড়া এখানে রয়েছে নিরাপত্তা। আমার নিজের একজন সন্তান থাকলে আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে শিশুদের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। হগওয়ার্টস হ্যারিকে সেটাই দিয়েছে।"<ref name="carey1999">{{cite web|url=http://www.accio-quote.org/articles/1999/0299-guardian-carey.htm
|title="Carey, Joanna. "Who hasn't met Harry?" Guardian Unlimited, February 16, 1999" |accessdate=2007-08-15}}</ref>
 
৩২ নং লাইন:
== উপস্থিতি ==
=== প্রথম উপন্যাস ===
[[চিত্র:Young Harry potter.jpg|thumb|right|বারো বছরের ড্যানিয়েল র‌্যাডক্লিফ ''হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন ছবিতে'' (২০০১) ]]
হ্যারি সর্বপ্রথম ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন|হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনে]]'' ([[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রেঃ]] ''হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন'') সিরিজের প্রধান চরিত্র হিসেবে উপস্থিত হয়। হ্যারির বয়স যখন এক বছর ছিল, তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] হ্যারির বাবা মাকে হত্যা করে। সে হ্যারিকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয় এবং তার শরীর ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র আত্মার খন্ডিত অংশ নিয়ে কোন রকম বেঁচে থাকে।
 
রাউলিং এর মতে, অতীতের কাহিনী তৈরি করা অনেকটাই আবশ্যকীয় ছিল। "মূল ধারণা ছিল যে হ্যারি... সে জানত না যে সে একজন জাদুকর... তারপর আমি ভাবতে থাকলাম, কেন, এটা কিভাবে সম্ভব যে, সে জানত না... তার বয়স যখন এক বছর ছিল, তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] তাকে হত্যা করার চেষ্টা করে। সে তার বাবা মাকে হত্যা করে, এরপর হ্যারির দিকে অগ্রসর হয়। সে তাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে... কিন্তু কোন এক রহস্যময় কারণে, অভিশাপটি হ্যারির উপর কোন কাজ করে নি। এটি হ্যারির কপালে একটি বিদ্যুৎ চমকানো আকৃতির একটি কাটা দাগ সৃষ্টি করে, এবং বুমেরাং হয়ে ভলডেমর্টের দিকে ফিরে যায়। এরপর থেকেই ভলডেমর্টকে আর দেখা যায় নি"।<ref>{{cite web|url=http://www.accio-quote.org/articles/1999/1299-wamu-rehm.htm|title="J.K. Rowling on The Diane Rehm Show, WAMU Radio Washington, D.C., October 20, 1999"|accessdate= 2007-08-15}}</ref>
 
এর ফলশ্রুতিতে হ্যারি একজন অনাথ ও এতীম হয়ে পড়ে। সে তার পরিবারের একমাত্র জীবিত সদস্য, ডার্সলিদের সাথে বাস করতে থাকে। তার এগারতম জন্মদিনে, হ্যারি জানতে পারে যে সে একজন জাদুকর। [[রুবিয়াস হ্যাগ্রিড]] তাকে [[হগওয়ার্টস]] জাদুর স্কুলে ভর্তি করানোর জন্য নিতে আসে। সেখানে সে জাদুবিশ্ব, তার বাবা মা এবং ভলডেমর্ট সম্পর্কে জানতে পারে। সে গ্রিফিন্ডর হাউজের ছাত্র হিসেবে নির্বাচিত হয় এবং দ্রুত সহপাঠী [[রন উইজলি]] ও [[হারমায়োনি গ্রেঞ্জার]] এর সাথে বন্ধুত্ব সৃষ্টি করে। এসময় তারা তিনজন বুঝতে পারে যে, ভলডেমর্ট ফিলোসফার্স স্টোন বা পরশপাথরটি চুরি করার চেষ্টা করছে। এর মধ্যে তার সাথে সহপাঠী [[ড্রেকো ম্যালফয়]] ও পোশন বিষয়ের শিক্ষক [[সেভেরাস স্নেপ|সেভেরাস স্নেইপের]] শত্রুতা গড়ে উঠে। ১৯৯৯ সালে রাউলিং এক সাক্ষাৎকারে বলেন যে, ড্রেকো চরিত্রটি তার স্কুলের উত্যক্তকারীউত্ত্যক্তকারী ছাত্রদের অবলম্বনে সৃষ্টি করা হয়েছে।<ref name="Lydon1999">{{cite web|url=http://www.accio-quote.org/articles/1999/1099-connectiontransc2.htm|title="Lydon, Christopher. J.K. Rowling interview transcript, The Connection (WBUR Radio), 12 October 1999"|accessdate=2007-08-15}}</ref> এবং স্নেইপ ক্ষমতার অপব্যবহারকারী শিক্ষকদের অবলম্বনে সৃষ্ট।<ref name="Lydon1999"/>
 
রাউলিং বলেছেন, বইয়ে ''এরিসেডের আয়না'' অধ্যায়টি তার সবচেয়ে প্রিয় অংশ। কারণ এই আয়নায় হ্যারির অন্তরের সবচেয়ে গভীর আকাংক্ষা প্রতিফলিত হয়, সে তার মৃত বাবা মাকে দেখতে পায়।<ref name="jkrbio"/> রাউলিং এর কাছে সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে যখন হ্যারি ডার্সলিদের উপস্থিতিতে চিড়িয়াখানা থেকে একটি বোয়া কনস্ট্রাকটর সাপকে মুক্ত করে দেয়।<ref name="Lydon1999"/>
৭৭ নং লাইন:
 
== চলচ্চিত্রে রূপায়ন ==
[[চিত্র:DANIEL_RADCLIFFE_07DANIEL RADCLIFFE 07.jpg‎|thumb|200px|right|[[ড্যানিয়েল র‌্যাডক্লিফ]] ]]
২০০০ সালে লন্ডনে ''স্টোনস ইন হিজ পকেট'' নামে এক নাটক চলাকালীন প্রযোজক [[ডেভিড হেম্যান]] প্রথম র‌্যাডক্লিফকে হ্যারি পটার চরিত্রাভিনয়ের জন্য অডিশনে আমন্ত্রণ জানান।<ref name="play2000">{{cite news|last=McLean|first=Craig|coauthors=|title=Hobnobs & broomsticks|pages=|publisher=Sunday Herald|date=2007-07-15|url=http://www.sundayherald.com/life/people/display.var.1546220.0.0.php|accessdate=2007-07-15}}</ref><ref name="play2001">{{cite news|last=Koltnow|first=Barry|coauthors=|title=One enchanted night at theater, Radcliffe became Harry Potter|pages=|publisher=East Valley Tribune|date=2007-07-08|url=http://www.eastvalleytribune.com/story/92834?source=rss&dest=STY-92834|accessdate=2007-07-15}}</ref> সেই বছরই অগস্টে বেশ কয়েকটি অডিশনের পর, [[জে. কে. রাউলিং]]-এর পুরস্কারজয়ী গ্রন্থসিরিজের বিগ-বাজেট চলচ্চিত্রায়নে তিনি নির্বাচিত হন। স্বয়ং রাউলিং তাঁর এই নির্বাচন সমর্থন করে বলেন : "ড্যান র‌্যাডক্লিফের স্ক্রিন টেস্ট দেখে আমার মনে হয়েছে ক্রিস কলম্বাস এর চেয়ে ভাল হ্যারি আর কোথাও পাবে না।"<ref>{{cite web |first=Paul |last=Sussman |url=http://premium.edition.cnn.com/2000/WORLD/europe/08/22/potter.casting.02/ |title=British child actor 'a splendid Harry Potter' |work=CNN.com |date=2000-08-23 |accessdate=2007-10-20}}</ref>
 
৮৫ নং লাইন:
 
''ফিলোসফার্স স্টোনে'' [[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|সন্ডার্স ট্রিপলেটস]] অর্থাৎ সন্ডার্স জমজ ভাইয়েরা এক বছর বয়স্ক হ্যারির ভূমিকায় আবির্ভূত হয়। যদিও তিনজন সন্ডার্স শিশুদের কারো নামই চলচ্চিত্রে উল্লেখ করা হয়নি।
 
 
== চারিত্রিক বিকাশ ==
১৩৯ ⟶ ১৩৮ নং লাইন:
মূল নিবন্ধঃ [[ডাম্বলডোর'স আর্মি#জিনি উইজলি|জিনি উইজলি]]
 
'''জিনেভ্রা মলি "জিনি" পটার''' ('''উইজলি''') (ইংরেজি '''Ginevra Molly "Ginny" Potter''') হচ্ছে হ্যারি পটারের স্ত্রী। হগওয়ার্টসের যুদ্ধের পরে কোন এক সময় তারা বিয়ে করে। তাদের জেমস, অ্যালবাস ও লিলি নামে তিন ছেলেমেয়ে আছে। রাউলিং বলেছেন, হগওয়ার্টস ত্যাগ করার পর, জিনি হোলিহেড হার্পিস কুইডিচ দলে চেজার হিসেবে খেলা শুরু করে। পরবর্তীতে সে কুইডিচ থেকে অবসর গ্রহণ করে এবং ডেইলি প্রফেটের সিনিয়র কুইডিচ বিশ্লেষক হিসেবে কাজ শুরু করে।<ref> [http://www.bloomsbury.com/harrypotter/default.aspx?sec=3 Harry Potter at Bloomsbury<!-- Bot generated title -->]</ref>
 
[[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|বোনি রাইট]] চলচ্চিত্রসমূহে জিনির ভূমিকায় অভিনয় করেছে।
১৬৮ ⟶ ১৬৭ নং লাইন:
{{hpw|Harry Potter}}
 
{{DEFAULTSORT:পটার, হ্যারি}}
{{হ্যারি পটার}}
 
{{DEFAULTSORT:পটার, হ্যারি}}
[[বিষয়শ্রেণী:হ্যারি পটারের চরিত্র]]
[[বিষয়শ্রেণী:হ্যারি পটার]]
১৭৬ ⟶ ১৭৫ নং লাইন:
 
{{Link FA|he}}
 
[[ar:هاري بوتر (شخصية)]]
[[bat-smg:Haris Puoteris (personažos)]]