ঘরে-বাইরে (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৫ নং লাইন:
| awards =
|}}
'''ঘরে বাইরে''' [[বাঙালি]] চিত্রপরিচালক [[সত্যজিৎ রায়]] পরিচালিত একটি চলচ্চিত্র। [[রবীন্দ্রনাথ ঠাকুর]] রচিত [[ঘরে বাইরে|একই নামের]] একটি উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তি পায় ১৯৮৪ সালে। এই ছবিতে অভিনয় করেন [[সৌমিত্র চট্টোপাধ্যায়]], [[ভিক্টর বন্দ্যোপাধ্যায়]], [[জেনিফার কাপুর]] ও স্বাতীলেখা সেনগুপ্ত। সত্যজিৎ রায় ১৯৪০-এর দশকে তাঁর প্রথম ছবি ''[[পথের পাঁচালী (চলচ্চিত্র)|পথের পাঁচালী]]'' নির্মাণেরও আগে এই ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন। এই ছবির বিষয়বস্তু নারীমুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহু ভাবে উঠে এসেছে। নারীর মুক্তিকামনার তার ভালবাসার পাত্রকে কিভাবে স্পর্শ করে, তা এই ছবিতে বিশেষভাবে পরিস্ফুট।<ref> [[Pauline Kael]] ''[[State of the Art (book)|State of the Art]]'' ISBN 0-7145-2869-2 </ref> ছবিটি [[১৯৮৪ কান চলচ্চিত্র উৎসব|১৯৮৪ কান চলচ্চিত্র উৎসবে]] [[পাম ডি'অর]]-এর জন্য প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হয়।<ref name="festival-cannes.com">{{cite web |url=http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/1187/year/1984.html |title=Festival de Cannes: Ghare Baire |accessdate=2009-06-23|work=festival-cannes.com}}</ref>
 
== পাদটীকা ==
{{reflist}}
{{সত্যজিৎ রায়ের ছবি}}