এর্নান কোর্তেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
 
হের্নান কোর্তেস ১৪৮৫ সালে স্পেনের মেদেয়ীন (Medellín) শহরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে স্পেনের এক্সত্রেমাদুরা (Extremadura) অঞ্চলে অবস্থিত।তাঁর পিতার নাম ছিল মার্টিন কোর্তেস দে মনরোয়, যিনি ক্যাস্টিল রাজ্যের এক পদাতিক সৈন্যবাহিনীর ক্যাপটেন ছিলেন। হের্নান কোর্তেসের মাতার নাম ছিল কাতালিনা পিসার্রো আলতামিরানো, যার চাচাত ভাইয়ের পুত্র ছিল [[ফ্রান্সিসকো পিসার্‌রো]], যিনি পরবর্তীতে [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকা মহাদেশের]] পশ্চিমে অবস্থিত [[ইনকা সাম্রাজ্য]] দখল করেন।
 
পঞ্চদশ শতাব্দীতে যখন আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়, তখন থেকে এই অঞ্চলকে বলা হতো ‘নতন দুনিয়া’ এবং পরে স্পেনীয়রা সেই অঞ্চলের কিউবা ও হিস্পানিওলা দ্বীপ দখল করেন। কোর্তেস এই নতন দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ১৫০৪ সালে হিস্পানিওলাতে যান এবং পরে কিউবাতে যান। কিউবাতে কোর্তেসকে একটি encomienda দেয়া হয় এবং তিনি অল্প সময়ের জন্য সেই দ্বীপের এক স্পেনীয় শহরের আলকালদে (alcalde) (ম্যাজিস্ট্রেট) হন।