স্লিপনট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সংগীত > সঙ্গীত
২৩ নং লাইন:
২০০৮ সালের শেষের দিকে স্লিপনট ইংল্যান্ড সফর করে [[মেসিন হেড]] ও [[চিল্ড্রেন অব বডম|চিল্ড্রেন অব বডমের]] সাথে। ২০০৯ সালের গ্রীষ্মে ব্যান্ডটি নানা স্থানে ইউরোপীয়ান ফেস্টিভ্যালে অংশ নেয় যার মধ্যে সনিস্ফিয়ার ফেস্টিভ্যাল, রক এ্যাম রিং, ডাউনলোড ফেস্টিভ্যাল। ২০১০ সালের ২৪শে মে বেজিস্ট পল গ্রে মাত্রারিক্ত [[মরফিন]] ও ফেন্টানাইল গ্রহণের ফলে মৃত্যুবরণ করেন। ব্যান্ডটি তারপর থেকে দ্বিধা করছে তাদের কোন রকম ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে।ড্রামার জয়ি জর্ডিসন বলেন যে তারা ২০১২ সালে তাদের পরবর্তী অ্যালবাম বের করবেন।
 
ব্যান্ডটির সংগীতেরসঙ্গীতের পেছনে মূল অনুপ্রেরণা ছিল [[মেটালিকা]], [[হোয়াইট জোম্বি]], [[লেড জেপলিন]], [[জুডাস প্রিস্ট]], [[ব্ল্যাক সাবাথ]],[[স্লেয়ার]], [[কর্ন]], [[কিস]] ও [[বিস্টি বয়েজ]]। তারা [[ন্যু মেটাল]] ব্যান্ড হলেও [[ব্ল্যাক মেটাল]], [[ডেথ মেটাল]] এবং [[হেভি মেটাল]] থেকে তারা অনুপ্রেরণা পেয়েছে। ২০০২ সালে ব্যান্ডটিকে ২য় সেরা [[ন্যু মেটাল]] ব্যান্ড হিসেবে নির্বাচিত হয়, ১ম হয় [[লিম্প বিজকিট]]। অলমিউজিকের রিক অ্যান্ডারসন বলেন যা তাদের গানের কথা পারিবারিক ওয়েবসাইটে বিবৃত করার যোগ্য না। তাদের পরা মুখোশকে অনেক সমালোচক বলেন যে ভাওতাবাজি করে অ্যালবাম বিক্রি করার কৌশল মাত্র। ব্যান্ডটি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলে যে এটা করা হয় সবার মনোযোগ থেকে দূরে থাকতে ও সংগীতসঙ্গীত সৃষ্টিতে মনোনিবেশ করতে। মাশরুমহেড ব্যান্ড দাবি করে যে মুখোশ পড়ার পরিকল্পনাটি স্লিপনট তাদের থেকে চুরি করেছে।
[[File:Sid_Wilson_%26_Shawn_Crahan_2005.jpg|right|150px|thumb| সিড উইলসন ২০০৫ সালে মঞ্চে]]