মেঘে ঢাকা তারা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: fr:L'Étoile cachée
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সংগীত > সঙ্গীত
২৪ নং লাইন:
 
==কাহিনী==
'''মেঘে ঢাকা তারা''' [[মেলোড্রামা]] ধাঁচের। কাহিনীর গাঁথুনি রৈখিক। পঞ্চাশ দশকে [[কলকাতা|কলকাতার]] এক বাঙালি পরিবার ঘিরে কাহিনীর আবর্তন। ১৯৪৭-এর [[ভারত ভাগ|ভারত ভাগের]] পর এ [[শরণার্থী]] পরিবার আশ্রয় নেয় কলকাতা শহরের প্রান্তে। ছবির মূল চরিত্র নীতা, পরিবারের বড় মেয়ে। পড়াশোনার পাঠ চুকানোর আগেই পরিবারের হাল ধরতে হয় তাকে। নীতার বৃদ্ধ বাবা স্কুলে পড়ায়; মা ঘরবাড়ি দেখাশোনা করে। নীতার দুই স্কুলপড়ুয়া ভাই-বোন, গীতা আর মন্টু। নীতার বড় ভাই শংকর; সংসারে মন নেই। শংকরের ধ্যান সুর নিয়ে, শাস্ত্রীয় সংগীতসঙ্গীত চর্চা করে; বড় মাপের সংগীতসঙ্গীত শিল্পী হতে চায় সে। আশা ছাড়ে না নীতা; স্বপ্ন দ্যাখে ভাই শংকরকে নিয়ে, প্রেমিক সনৎকে নিয়ে। পিইচডি শেষে ফিরে আসবে সনৎ তার কাছে; বিয়ে করবে তারা।
 
কাহিনী মোড় নিতে থাকে। নীতার বাবা আর মন্টু দুর্ঘটনায় পড়ে। শংকর চলে যায় বোম্বেতে, গায়ক হবার জন্য। সনৎ ফিরে আসে ঠিকই, নীতাকে বিয়ে করে না, করে গীতাকে। নীতা অসুস্থ হয়ে পড়ে, যক্ষা হয়, শরীর ভেঙে পড়ে, তবু হাল ছাড়ে না পরিবারের।