তারা তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Robot Adding
ছবি
১ নং লাইন:
[[File:Perseus Hevelius 2.jpg|thumb|300px|তারা তালিকা থেকে [[পরশু মণ্ডল|পরশু মণ্ডলের]] ([[গ্রিক পুরাণ]] থেকে [[পের্সেউস]] পরে) ছবি প্রকাশিত করেছে জার্মান জ্যোতির্বিজ্ঞানী [[ইয়োহানেস হেভেলিউস]] ১৬৯০ সালে।]]
'''তারা তালিকা''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Star catalogue) হল এক ধরণের [[জ্যোতির্বৈজ্ঞানিক তালিকা]] যা [[মহাকাশ|মহাকাশের]] সকল তারার তালিকা প্রণয়ন করে। জ্যেতির্বিজ্ঞানে অনোক তারার নামকরণ করা হয় কেবলমাত্র তার তালিকা নম্বর দিয়ে। তারার সংখ্যা এত বেশী যে একটিমাত্র তালিকায় সবগুলোকে নিয়ে আসা প্রায় অসম্ভব। এজন্যই প্রচুর তারা তালিকা দেখা যায়। অধিকাংশ আধুনিক তারা তালিকার ইলেক্ট্রনিক রুপ রয়েছে এবং সেগুলো [[নাসা|নাসার]] অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা সেন্টার থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
 
==ঐতিহাসিক তালিকাসমূহ==
পৃথিবীর প্রথম তারা তালিকা প্রণয়ন করেন [[চীন|চৈনিক]] জ্যোতির্বিদ [[গ্যান ডি]] (Gan De), [[৪র্থ শতাব্দী খৃস্টপূর্বখ্রিস্টপূর্ব|খৃস্টপূর্বখ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে]]।
 
দ্বিতীয় শতাব্দীতে [[টলেমী|টলেমীর]] [[আলমাজেস্ট]] গ্রন্থের অংশ হিসেবে একটি তারা তালিকা প্রকাশিত হয়। এতে টলেমী [[আলেক্সান্দ্রিয়া]] হতে দৃশ্যমান ১,০২২ টি তারার তালিকা প্রণয়ন করেন। প্রায় এক হাজার বছর এই তালিকাটি আরব এবং পশ্চিমা বিশ্বে আদর্শ হিসেবে গ্রহণযোগ্য ছিল। অবশ্য টলেমীর তালিকাটিও পূর্বতন তারা তালিকা প্রণেতা [[হিপ্পার্কাস|হিপ্পার্কাসের]] তালিকার উপর অনেকাংশেই নির্ভরশীল ছিল। এটি দ্বিতীয় খ্রস্টপূর্বাব্দে প্রকাশিত হয়। এছাড়া [[৩০০ খৃস্টপূর্বাব্দ|৩০০ খৃস্টপূর্বাব্দে]] [[টিমোচ্যারিস]] কর্তৃক প্রণীত একটি তালিকার কথাও জানা যায়।