বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabbanituhin (আলোচনা | অবদান)
Rabbanituhin (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
==এমআইএসটি==
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি উইকিপিডিয়া বহির্ভূত বিষয় নিয়ে আলোচনার জন্য। তাছাড়া আপনার সাথে যোগাযোগের অন্য কোন উপায় না থাকায় আপনার আলাপ পাতাতেই এলাম। আপনার ব্যবহারকারী পাতার মাধ্যমে জানতে পারলাম যে আপনি MIST তে পড়েছেন। অনেক আগে থেকেই আমার ইচ্ছা অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। উল্লেখ্য, আমি এ বছর এইচ.এস.সি পাশ করেছি (বিজ্ঞান বিভাগে)। কিন্তু এই দেশে উক্ত বিষয়ে কোন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ এবং দেশে উপযুক্ত কর্মক্ষেত্র নেই বলে ইচ্ছাটা পরিত্যাগ করতে হয়। সম্প্রতি পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে MIST তে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে, MIST তে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টির মান কেমন এবং যেহেতু এদেশে উপযুক্ত কর্মক্ষেত্র নেই, সেহেতু MIST কি কোন ব্যবস্থা নেয়? যদি নেয়, তো সেটা কী? যদিও আমি জানি না যে আপনি MIST তে কোন বিষয়ে পড়ছেন। মূলকথা MIST তে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াটা কি যৌক্তিক এবং Worthy হবে? জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ। &nbsp;– [[User:Tanweer Morshed|<span style="color:#003366">'''তানভির''' <small>মোর্শেদ</small></span>]] ([[User talk:Tanweer Morshed|<span style="color:#003366">আলাপ</span>]]) ১৭:৪০, ২৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
 
প্রিয় তানভীর, MIST-এর অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটা বাংলাদেশেই প্রথম। যতদূর জানি এছাড়া উত্তরাতে একটা প্রতিষ্ঠান কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি এই বিষয় পড়াতে চাইলেও তাদের লাইসেন্স বাতিল হয়েছে। তাই আমার সীমাবদ্ধ জ্ঞান অনুযায়ী MIST-ই একমাত্র প্রতিষ্ঠান।অন্য প্রতিষ্ঠান থাকলে বিকল্প থাকত।এছাড়া সামরিক বাহিনীর এয়ারফোর্সেও এটা কিছু ক্ষেত্রে পড়ানো হয়।যাইহোক এখান থেকে এখনও কোন ব্যাচ বের হয়নি।চাকরীর ক্ষেত্রটা হতে পারে বাংলাদেশ বিমানে বা অন্যান্য দেশী বা বিদেশী বেসরকারী বিমান পরিবহনে।তাই এটাকে এখনো একটা চাহিদাসম্পন্ন বিষয় বলা যেতে পারে।অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়া যৌক্তিক না অযৌক্তিক সেটা আসলে তোমার ওপর নির্ভর করে। ভালো করতে পারলে যে কোন বিষয়ই ক্যারিয়ারের জন্য ভালো। MIST-তে ভালো ভাবে পড়া শেষ করলে থাইল্যান্ডে উচ্চশিক্ষার একটা সুযোগ থাকে [[http://www.ait.ac.th/ এ আই টি]]তে। আমি জানি না কতটুকু শিক্ষা বৃত্তি দেয়া হয়।আমি তড়িৎ প্রকৌশলে পড়েছি।তোমার এইচ.এস.সি ফলাফল ভালো হোক।আমার ই-মেইল এ্যাড্রেসঃ smrabbani12@gmail.com-
 
প্রিয় তানভীর, MIST-এর অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটা বাংলাদেশেই প্রথম। যতদূর জানি এছাড়া উত্তরাতে একটা প্রতিষ্ঠান কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি এই বিষয় পড়াতে চাইলেও তাদের লাইসেন্স বাতিল হয়েছে। তাই আমার সীমাবদ্ধ জ্ঞান অনুযায়ী MIST-ই একমাত্র প্রতিষ্ঠান।অন্য প্রতিষ্ঠান থাকলে বিকল্প থাকত।এছাড়া সামরিক বাহিনীর এয়ারফোর্সেও এটা কিছু ক্ষেত্রে পড়ানো হয়।যাইহোক এখান থেকে এখনও কোন ব্যাচ বের হয়নি।চাকরীর ক্ষেত্রটা হতে পারে বাংলাদেশ বিমানে বা অন্যান্য দেশী বা বিদেশী বেসরকারী বিমান পরিবহনে।তাই এটাকে এখনো একটা চাহিদাসম্পন্ন বিষয় বলা যেতে পারে।অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়া যৌক্তিক না অযৌক্তিক সেটা আসলে তোমার ওপর নির্ভর করে। ভালো করতে পারলে যে কোন বিষয়ই ক্যারিয়ারের জন্য ভালো। MIST-তে ভালো ভাবে পড়া শেষ করলে থাইল্যান্ডে উচ্চশিক্ষার একটা সুযোগ থাকে [[http://www.ait.ac.th/ এ আই টি]]তে। আমি জানি না কতটুকু শিক্ষা বৃত্তি দেয়া হয়।আমি তড়িৎ প্রকৌশলে পড়েছি।তোমার এইচ.এস.সি ফলাফল ভালো হোক।আমার ই-মেইল এ্যাড্রেসঃ smrabbani12@gmail.com-
--[[User:rabbanituhin|তুহিন]]