আর্কিমিডিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: hi:आर्किमिडिज़
কিংকং (আলোচনা | অবদান)
৮৪ নং লাইন:
 
== লেখালেখি ==
আর্কিমিডিস তার কাজের লিখিত রূপের জন্য ডরিক গ্রিক ভাষা ব্যবহার করতেন, যা প্রাচীন [[সিসিলি, সিরাকিউজ|সিরাকিউজের]] আঞ্চলিক ভাষা হিসেবে প্রচলিত ছিল। .<ref>Encyclopedia of ancient Greece By Nigel Guy Wilson [http://books.google.com/books?id=-aFtPdh6-2QC&pg=PA77&dq=Archimedes+Doric+Greek++translated+Attic#v=onepage&q=Archimedes%20Doric%20Greek%20%20translated%20Attic&f=false Page 77] ISBN 0-7945-0225-3 (2006)</ref> আর্কিমিডিসের অধিকাংশ কাজ [[ইউক্লিড|ইউক্লিডের]] কাজের মত সংরক্ষিত হয়নি; তাঁর সাতটি থীসিসের কথা জানা যায় কেবলমাত্র অন্যদের কাজের রেফারেন্স থেকে। পাপ্পাস অভ আলেকজান্দ্রিয়া আর্কিমিডিসের "[[On Sphere-Making|অন স্ফীয়ার মেকিং]]" এবং বহুতল বিশিষ্ট বস্তুর উপর আরএকটি কাজের কথা উল্লেখ করেছেন। অপরদিকে থেরন অভ আলেকজান্দ্রিয়া প্রতিসরণ সম্পর্কে আর্কিমিডিসের হারিয়ে যাওয়া একটি লেখনী "Catoptrica" এর উল্লেখ করেন। জীবদ্দশায় আর্কিমিডিস তাঁর কাজের প্রচারের জন্য [[আলেকজান্দ্রিয়া|আলেকজান্দ্রিয়ার]] গণিতবিদদের উপর নির্ভর করতেন। [[বাইজান্টাইন]] স্থপতি ইসিডোর অভ মিলেতাস আর্কিমিডিসের লেখনীগুলোকে একত্রিত করেন; পরবর্তীতে ষষ্ঠ শতকে ইউতোশিয়াস অভ আসকালোন তাঁর কাজের উপর লিখিত বিবরণ প্রকাশ করার পর আর্কিমিডিসের কাজ বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পরিচিত হয়ে ওঠে। আর্কিমিডিসের কাজ থাবিত ইবনে কুররা (৮৩৬-৯০১ খৃষ্টাব্দ) আরবিতে এবং জেরার্ড অভ ক্রেমোনা (১১৪৭-১১৮৭ খৃষ্টাব্দ) ল্যাটিনে অনুবাদ করেন। [[রেনেসাঁ|রেনেসাঁর]] সময় ১৫৪৪ সালে জোহান হেরওয়াগেন [[সুইজারল্যান্ড|সুইজারল্যান্ডের]] [[বাজল]] শহর থেকে গ্রিক ও ল্যাটিন ভাষায় আর্কিমিডিসের কাজ সহ ''এডিটিও প্রিন্সেপস (Editio Princeps)'' বইয়ের প্রথম সংস্করণ প্রকাশ করেন। <ref>{{cite web | title = Editions of Archimedes' Work|author= | publisher = Brown University Library| url = http://www.brown.edu/Facilities/University_Library/exhibits/math/wholefr.html|accessdate=2007-07-23}}</ref> ১৫৮৬ সালে [[গ্যালিলিও গ্যালিলি]] বাতাস ও পানিতে ধাতব বস্তুর ওজন নির্ণয়ের জন্য একটি হাইড্রোস্ট্যাটিক নিক্তি উদ্ভাবন করেন, যা আর্কিমিডিসের কাজ দ্বারা অনুপ্রাণিত বলে বলা হয়ে থাকে। <ref>{{cite web | title = The Galileo Project: Hydrostatic Balance|author=Van Helden, Al | publisher = [[Rice University]]| url = http://galileo.rice.edu/sci/instruments/balance.html|accessdate=2007-09-14}}</ref>
 
=== অক্ষত কাজসমূহ ===