ড্রাগনফোর্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: als, ca, cs, da, de, el, es, fi, fr, he, hr, hu, it, ja, ko, lt, mk, nl, no, pl, pt, ru, sco, simple, sk, sr, sv, tr, uk, zh
সংশোধন
১৩ নং লাইন:
| Current_members = [[হারমান লি]]<br />[[সাম টটম্যান]]<br />[[ ভাদিম প্রুজহানভ]]<br />[[ ডেভ ম্যাকিনটোশ]] <br />[[ফ্রেদ্রিক লেকলার্ক]]
}}
'''ড্রাগনফোর্স''' একটি ইংলিশ [[পাওয়ার মেটাল]] ব্যান্ড যা ১৯৯৯ সালে [[লন্ডন|লন্ডনে]]-এ গঠিত হয়।তারাহয়। তারা মূলত পরিচিত তাদের দ্রুতলয়ের গিটার একক, [[ফ্যান্টাসি]] ভিত্তিক গানের কথা ও ইলেকট্রনিক শব্দ ইত্যাদির জন্য যা তাদেরকে রেট্রো ভিডিও গেম প্রভাবিত শব্দ হিসেবে চিহ্নিত করে।
 
==গঠন==
১৯৯৯ সালে ড্রাগনফোর্স ব্যান্ডটি গঠিত হয় ড্রাগন হার্ট নামে গিটারিস্ট [[হারমান লি]] ও সাম টটম্যান-এর মাধ্যমেটটম্যানের মাধ্যমে। তারা গায়ক [[জ়েপি. থিয়ার্ট|জ়েপি. থিয়ার্টথিয়ার্টের]]-এর খোঁজ পায় একটি বিজ্ঞাপণের মাধ্যমে।শীঘ্রইমাধ্যমে। শীঘ্রই ব্যান্ডে যোগ দেয় ড্রামার মাতিজ সেতিঙ্ক , বেজিস্ট স্টিভ স্কট ও কি-বোর্ডিস্ট স্টিভ উইলিয়ামসকে। ২০০২ সালে তারা আরেকটি একই নামের ব্যান্ডের খোঁজ পায় ও নাম পরিবর্তন করে রাখে ড্রাগন ফোর্স।ড্রাগনফোর্স।
 
==অ্যালবাম প্রকাশ==
ড্রাগনহার্ট ব্যান্ডটি ২০০০ সালে একটি ডেমো বের করে। এটি ছিল একটি মুক্ত প্রকাশনা যা যথেস্ট ছিল তাদেরকে ইংল্যান্ডের একটি স্বাধীন জনপ্রিয় [[পাওয়ার মেটাল]] ব্যান্ডে পরিণত করতে।তাদেরকরতে। তাদের ভ্যালি অব দ্যা ড্যামন্ড গানটি এমপিথ্রি ডট কমে টানা ২ সপ্তাহ ১ নাম্বার অবস্থানে থাকে সবচেয়ে বেশি ডাউনলোডেড গান হিসেবে। ২০০৩ সালে ব্যান্ডটি নয়েজ রেকর্ডসের সাথে তাদের প্রথম পূণার্ঙ্গ দৈর্ঘ্যের অ্যালবাম ভ্যালি অব দ্যা ড্যামন্ড বের করার জন্য চুক্তি করে ও রেকর্ডিং-এর কাজ শুরু করে। তাদের ভ্যালি অব দ্যা ড্যামন্ড সফর ২০০৪ সালের শেষ পর্যন্ত স্থায়ী হয় যার শেষ হয় টোকিওতে। তাদের পরবর্তী অ্যালবাম সনিক ফায়ার স্টোর্ম আরও সফল হয়।এইহয়। এই অ্যালবামে ডেভ ম্যাকিনটোশ ড্রামে ও আড্রিয়ান ল্যাম্বার্ট বেজে অভিষিক্ত হয়।
 
==জনপ্রিয়তা==
২০০৪ সালে ম্যাকিনটোশ ড্রামে যোগ দেয়ার পরে ব্যান্ডটি এক্সট্রিম পাওয়ার মেটাল ধারার ব্যান্ড হিসেবে পরিচিতি পায়।কারণপায়। কারণ তার দ্রুততাসম্পন্ন [[ব্ল্যাস্ট বীট]] ও ডাবল বেজ রিদম। এসময় তারা প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে ও ডাকনাম পায় [[বন জোভি]] অন স্পীড ও [[জার্নি]] মিটস [[স্লেয়ার]]।২০০৬। ২০০৬ সালে তারা মূলধারায় আসে [[রোডরানার রেকর্ডস|রোডরানার রেকর্ডসের]]-এর সাথে চুক্তি করার মাধ্যমে ও তাদের থার্ড অ্যালবাম ইনহিউম্যান র‍্যাম্পেজ প্রকাশ করার মাধ্যমে।ব্যান্ডটিমাধ্যমে। ব্যান্ডটি ২০০৮ সালের সারা গ্রীষ্মে [[ডিস্টার্বড]] ও [[ স্লিপনট]] ব্যান্ডের সাথে সফর করে রক্সস্টার এনার্জি মেটাল মেইহেম ফেস্টিভ্যালে। ব্যান্ডটি তাদের ৪র্থ অ্যালবাম আল্ট্রা বীটডাউন বের করে ও প্রথম গানটি “হিরোজ অব আওয়ার টাইম”-এর জন্য [[গ্রামি এ্যাডওয়ার্ড|গ্রামি এ্যাডওয়ার্ডে]]-এ বেস্ট মেটাল পারফরম্যান্সে মনোনয়ন লাভ করে।
 
==ভাঙ্গন==
গায়ক [[ জ়েপি. থিয়ার্ট]]-এরথিয়ার্টের সাথে গিটারিস্ট [[হারমান লি]]-এর মতের মিল না হওয়ায় ব্যান্ডটি ভেঙ্গে যায় ২০১০ সালের মার্চ মাসে।সঙ্গীতেরমাসে। সঙ্গীতের ব্যাপারে অনতিক্রম্য দুরত্বের কারণই প্রধান বলে জানা যায়। ১৩ই সেপ্টেম্বর ২০১০ সালে ব্যান্ডটি তাদের প্রথম লাইভ অ্যালবাম প্রকাশ করবে যার নাম হবে টুইলাইট ডিমেনশিয়া।
 
==বিতর্ক==
লাইভ পরিবেশনায় কিছু বাজে কোয়ালিটির রেকর্ডিং-এর কারণে অভিযোগ ওঠে তারা সরাসরি এমন বাজাতে পারে না। তাই স্টুডিওতে যন্ত্রে মাধ্যমে তারা গান করে।তবেকরে। তবে এ অভিযোগ চলে যায় যখন তারা পরে মঞ্চে গান পরিবেশন করে অ্যালবামের মতো একই গতিতে। গিটারিস্ট [[হারমান লি]] বলেনঃ “গ্রাস্পপ মেটাল মিটিং ২০০৬ ছিল একটি বাজে ঘটনা। সেখানে আমাদের টেকনিশিয়ান কোন প্রকার টিউন করে রাখেনি, এমন কি কোন ধরনের মনিটরিং-এর ব্যবস্থাও ছিল না।আমরানা। আমরা কিছুই শুনতে পাই নি......।“তিনি। “তিনি আরও বলেন যেঃ “ইনহিউম্যান র‍্যাম্পেজ সফর ছিল কারিগরি সমস্যার কারণে পুরোপুরি একটি বাজে ঘটনা।“
 
==ডিস্কোগ্রাফি==
*ভ্যালি অব দ্যা ড্যামন্ড (২০০৩)
৩৯ ⟶ ৪৫ নং লাইন:
 
== বহিঃসংযোগ==
*[http://www.metal-experience.com/interviews/dragonforce%20int.htm metal-experience.com]
*[http://www.ultimate-guitar.com/interviews/hit_the_lights/dragonforce_live_playing_through_the_roof_since_having_in-ear_monitors.html ultimate-guitar.com]
*[http://www.webcitation.org/5n1432qP5 webcitation.org]
 
[[Category:পাওয়ার মেটাল ব্যান্ড]]
[[Categoryবিষয়শ্রেণী:হেভিপাওয়ার মেটাল ব্যান্ড]]
[[Categoryবিষয়শ্রেণী:পাওয়ারহেভি মেটাল ব্যান্ড]]
[[বিষয়শ্রেণী:যুক্তরাজ্যের ব্যান্ড]]
[[বিষয়শ্রেণী:ব্রিটিশ ব্যান্ড]]