কুর্দিস্তান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Robot Adding
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
|}
 
'''কুর্দিস্তান''' ([[কুর্দি ভাষা|কুর্দি ভাষায়]]: Kurdewarî; [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Kurdistan; অর্থ “কুর্দিদের দেশ”<ref name=BritannicaKurdistan>{{cite web|accessdate=2010-07-29 |url=http://www.britannica.com/EBchecked/topic/325241/Kurdistan |title=Kurdistan|publisher=Encyclopaedia Britannica Online}}</ref>) [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যে]] অবস্থিত ভৌগলিক ও সাংস্কৃতিকভাবে একতাবদ্ধ একটি অঞ্চল। এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ কুর্দি জাতির লোক, যারা [[কুর্দি ভাষা|কুর্দি ভাষায়]] কথা বলে ও কুর্দি সংস্কৃতি লালন করে।
 
সেলজুক [[তুর্কি]] সুলতান সাঞ্জার সম্ভবত সর্বপ্রথম [[১২০০|১২শ শতকে]] কুর্দিস্তান নামটি সরকারীভাবে ব্যবহার করেন। তিনি সেসময় কুর্দিদের আবাসভূমি বিজয় করেছিলেন এবং কুর্দিস্তান নামের একটি প্রদেশ গঠন করেছিলেন। এর [[রাজধানী]] ছিল বাহার শহর, যা বর্তমান [[ইরান|ইরানি]] [[হামাদান]] শহরের কাছেই অবস্থিত।<ref>M. T. O'Shea, ''Trapped between the map and reality: geography and perceptions of Kurdistan '', 258 pp., Routledge, 2004. (see p.77)</ref>
 
আধুনিককালে কুর্দিস্তান বলতে [[তুরস্ক|তুরস্কের]] পূর্বের কিছু অংশ ([[তুর্কি কুর্দিস্তান]]), উত্তর ইরাক (ইরাকি কুর্দিস্তান), দক্ষিণ-পশ্চিম ইরান (ইরানি কুর্দিস্তান) এবং উত্তর সিরিয়ার (সিরীয় কুর্দিস্তান) কুর্দি-অধ্যুষিত অঞ্চলগুলিকে বোঝায়।<ref>[http://www.bartleby.com/65/ku/Kurds.html The Columbia Encyclopedia, Sixth Edition, 2005.]</ref> ভৌগলিকভাবে কুর্দিস্তান অঞ্চলটি [[জগ্রোস পর্বতমালা|জগ্রোস পর্বতমালার]] উত্তর-পশ্চিম অংশ এবং [[তোরোস পর্বতমালা|তোরোস পর্বতমালার]] পূর্বাংশ নিয়ে গঠিত। <ref>[http://concise.britannica.com/ebc/article-9046469/Kurdistan Kurdistan], [[Britannica]] Concise.</ref> এছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার সামান্য কিছু এলাকাকেও কুর্দিস্তানের অন্তর্গত গণ্য করা হয়।
 
[[ইরাক|ইরাকি]] কুর্দিস্তান ১৯৭০ সালে ইরাকি সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে। ২০০৫ সালে ইরাকের নতুন সংবিধানেও ইরাকি কুর্দিস্তানের এই স্বায়ত্তশাসন পুনরায় স্বীকৃতি পায়।<ref>Iraqi Constitution, Article 113.</ref> ইরাকের প্রতিবেশী ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাটিকে [[কোর্দেস্তন প্রদেশ (ইরান)|কোর্দেস্তন]] নামের একটি প্রদেশের অন্তর্গত করা হয়েছে। কিন্তু ইরানের এই প্রদেশটি কোন স্বায়ত্তশাসিত প্রদেশ নয়।
 
বিংশ শতাব্দীতে কুর্দি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। কিছু কুর্দি জাতীয়তাবাদী সংগঠন কুর্দিস্তান নামের একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাতে কুর্দি-অধ্যুষিত সমস্ত এলাকা বা এর অংশবিশেষ অন্তর্ভুক্ত থাকবে। অন্যরা বর্তমান রাষ্ট্রীয় সীমানাগুলির মধ্যেই কুর্দি অঞ্চলগুলির স্বায়ত্বশাসনের পরিমাণ বাড়ানোর পক্ষপাতী। <ref>[http://www.kurdishaspect.com/doc060910SK.html The Kurdish Conflict: Aspirations for Statehood within the Spirals of International Relations in the 21st Century]</ref>