২,০০,১০৩টি
সম্পাদনা
অ (বট বানান ঠিক করছে: তৈরী > তৈরি) |
অ (বট বানান ঠিক করছে: গ্রহন > গ্রহণ) |
||
'''শার্ল ওগ্যুস্তাঁ দ্য কুলোঁ'''<ref>এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ]]-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। ফরাসি নামটির ইংরেজিকৃত রূপের বাংলা প্রতিবর্ণীকরণ চার্লস অগাস্টিন ডি কুলম্ব, ইত্যাদি হতে পারে।</ref> ([[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]]: Charles Augustin de Coulomb) ([[জুন ১৪]], [[১৭৩৬]]- [[আগস্ট ২৩]], [[১৮০৬]]) একজন [[ফ্রান্স|ফরাসি]] পদার্থ বিজ্ঞানী ছিলেন। ১৭৩৬ সালের জুন ১৪ তারিখে [[ফ্রান্স|ফ্রান্সের]] অঙ্গুলেমে তার জন্ম। তিনি সামরিক প্রকৌশলীর পেশা বেছে নিয়েছিলেন কিন্তু শারীরিক আঘাতের কারনে তাকে তিন বছর [[মার্টিনিক|মার্টিনিকের]] ফোর্ট বুরবনে কাটাতে হয়। পুনরায় কাজে যোগদান করে তিনি লা রোশেল, আইল অফ এইক্স এবং শেরবুর্গে দায়িত্ব পালন করেন।
[[১৭৮১]] সালে তাকে [[প্যারিস|প্যারিসে]] স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয় কিন্তু [[১৭৮৯]] সালে ফরাসি বিপ্লবের প্রারম্ভে তিনি “এটেন্ডেন্ট অফ ওয়াটার এন্ড ফাউন্টেইন্স” এর পদ থেকে পদত্যাগ করে এবং ব্লয় এ একটি ক্ষুদ্র এস্টেটে অবসর জীবন যাপন করতে থাকেন। বিদ্রোহী সরকারের জারিকৃত ফরমান অনুযায়ী ওজন ও মাপ এর নতুন মানদন্ড তৈরির কাজে
কুলম্ব [[যন্ত্রকৌশল]] এবং [[তড়িৎ]] ও [[চুম্বকতা|চুম্বকতার]] ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন। তিনি [[১৭৭৯]] সালে [[ঘর্ষন এর সূত্র]] সংক্রান্ত গুরুত্বপূর্ন আবিষ্কার প্রকাশ করেন। এর বিশ বছর পর প্রকাশিত হয় [[সান্দ্রতা]] বিষয়ক স্মারক রচনা।
|
সম্পাদনা