বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
৬০ নং লাইন:
 
::প্রমেথেউস যে কারণগুলো প্রদর্শন করেছেন আমি তার সাথে একমত। বিশেষ কোন নিয়ম মানতে গিয়ে প্রচলিত পদ্ধতিকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাতে অনেক রকমের সমস্যা হতে পারে। তার কিছু উদাহরণ প্রমেথেউস উপরেই দিয়েছেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৩:৫০, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
:::প্রমেথেউস এবং বেলায়েত ভাই, সার্চ সংক্রান্ত ব্যাপারটি সত্যিই বিবেচনার দাবি রাখে। যদিও আমি কিছু কিছু ক্ষেত্রে [[<code>মরুকরণ</code>|<code>মর‌ুকরণ</code>]] লিখেছি। যাতে ZWNJ থাকাসত্ত্বেয় তা "মরুকরণ" পাতায় নিয়ে যায়। তবে এটা নিঃসন্দেহে ঠিক যে, "মরুকরণ" লিখে সার্চ দিলে [[বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব]] পাতাটি না দেখানোর সম্ভাবনা আছে। যাহোক, শ‌ুধুমাত্র সার্চ সুবিধা দিতেই আমাদেরকে ZWNJ বাদ দিতে হচ্ছে। আপনার, ধৈর্য্যসহকারে উত্তর দেবার জন্য ধন্যবাদ। ...আর, নিয়ম সবার জন্য। কিন্ত‌ু আসলে আমাদের সফ্‌টওয়্যারগ‌ুলো এখনও নিয়মতান্ত্রিক হয়ে ওঠেনি। এবিষয়ে আমি [[অভ্র]]'র ফোরামে সমস্যাগ‌ুলো তুলে ধরেছিলাম। দেখা যাক ভবিষ্যতে কী হয়? তবে কিছু হবার আগ পর্যন্ত আমিও আপনার মতো ZWNJ বাদ দিচ্ছি -এটা ফাইনাল। তবুও আমি নিয়মের অনুবর্তী থাকতে আগ্রহী। ভালো থাকবেন। আপনি সঠিক পথেই হাঁটছেন।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ০৮:০২, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)