আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
start
 
+
১ নং লাইন:
[[চিত্র:M113IraqiFreedom.jpg|thumb|300px|[[ইরাক যুদ্ধ|ইরাক যুদ্ধে]] ব্যবহৃত [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] [[এম১১৩ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার|এম১১৩]] মডেলের ট্র্যাক চেইনযুক্ত (ট্র্যাকড) আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার]] '''আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার''' ({{lang-en|Armoured Personnel Carrier বা সেনাবাহী সাজোয়া যান}}), সংক্ষেপে '''এপিসি''' ({{lang||APC}}) হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিতে ও নিয়ে আসতে ব্যবহৃত হয়।
 
সাধারণত এপিসিতে অস্ত্র হিসেবে মূলত [[মেশিন গান]] ব্যবহার করা হয়। তবে আরো বিভিন্ন রকমের ভারী অস্ত্রের ব্যবহারও দেখা যায়। এসকল ভারী অস্ত্রের মধ্যে আছে [[রিকয়েললেস রাইফেল]], [[ট্যাংক বিধ্বংসী মিসাইল]], বা [[মর্টার (যুদ্ধাস্ত্র)|মর্টার]]। সাধারণত সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো করে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার নির্মাণ করা হয় না। মূলত পদাতিক বাহিনীকে বিভিন্ন ঝটিকা অভিযান এড়িয়ে নিরাপদে মূল যুদ্ধ ময়দানে পৌঁছে দিতেই এপিসি ব্যবহৃত হয়। এপিসি চাকাযুক্ত (হুইলড) বা চেইন ট্র্যাকযুক্ত (ট্র্যাকড) উভয় রকমেরই হতে পারে।