উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩১ নং লাইন:
* <span id="STATS" />'''পরিসংখ্যানের অতিরিক্ত তালিকা'''। কোনো পরিসংখ্যানের লম্বা ও বিবৃত লেখা পাঠককে ধাধায় ফেলতে পারে, বা নিবন্ধটির প্রাঞ্জলতা কমিয়ে দিতে পারে। তাই নিবন্ধে প্রয়োজনের অতিরিক্ত পরিসংখ্যান উল্লেখ করা উচিত নয়, এবং পরিসংখ্যানটি সাধারণ পাঠকের বুঝতে পারার জন্য প্রয়োজনীয় লেখা বা বিবরণ নিবন্ধে থাকা উচিত। অনেক বিবৃত উপাত্তের লিস্টের ক্ষেত্রে গ্রাফের পাশাপাশি টেবিল আকারে পরিসংখ্যানটি তুলে ধরলে তা বেশি মাত্রায় পাঠকের বোধগম্য হয়, এবং প্রযোজ্য ক্ষেত্রে এটাই করা উচিত।
* <span id="NEWS" />'''খবরের প্রতিবেদন'''। উইকিপিডিয়া ঐতিহাসিক কোনো [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|উল্লেখযোগ্য]] ব্যক্তির বা কর্মসূচির ওপর নিবন্ধ গ্রহণ করে। খবরের প্রতিবেদন এসকল বিশ্বকোষীয় নিবন্ধের ওপর তথ্যসূত্র পাবার একটি কার্যকরী মাধ্যম হতে পারে। কিন্তু সকল কর্মসূচির বা অনুষ্ঠানের একটি পৃথক বিশ্বকোষীয় নিবন্ধ হবার মতো উল্লেখযোগ্যতা নেই। এইসব কর্মসূচির গৎবাধা খবর প্রতিবেদনগুলো, যেমন: ঘোষণা, খেলাধূলা, এবং ট্যাবলয়েড প্রতিবেদন কোনো নিবন্ধ উল্লেখযোগ্যতার বড় কোনো প্রমাণ হিসেবে স্বীকৃত নয়। এমনকী একটি নিবন্ধ উল্লেখযোগ্য হলেও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত বা একক কোনো নিয়ামক উল্লেখযোগ্য নাও হতে পারে। যদি না কোনো একক নিয়ামকের ওপর খবরের প্রতিবেদ ঐ নির্দিষ্ট ক্ষেত্রটি ছাপিয়ে আরো অন্যান্য ক্ষেত্রে ও একাধিক নির্ভরযোগ্য উৎসে/খবরের প্রতিবেদনে বিস্তৃত হয়, তবে তা উইকিপিডিয়ায় পৃথক নিবন্ধ হিসেবে থাকার জন্য যোগ্য হবে না। এক্ষেত্রে নজরে রাখা প্রয়োজন উল্লেখযোগ্য একক ব্যক্তির ক্ষেত্রে তাঁর সকল বিষয়ে আলোচনা করা উচিত নয়, বরং আলোচ্য কর্মসূচির সাথে তাঁর সংশ্লিষ্টতার অনুপাত অনুসারে শুধুমাত্র সেটুকুই আলোচ্য নিবন্ধে উল্লেখ করা উচিত। বিস্তারিত জানতে দেখুন: [[উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনী]]। যখন সাম্প্রতিক কোনো উন্নয়ন বা কোনো বিষয়ে সঠিক তথ্য যোগ করতে যাচ্ছেন তখন ব্রেকিং নিউজ বা তাজা খবর ধরনের কোনোকিছুকে ফোকাস করবেন না। সাম্প্রতিক কোনো খবর ধারাবাহিকভাবে যোগ করা উইকিপিডিয়ার জন্যে অনেক ক্ষেত্রে যথাযথ নাও হতে পারে। এগুলো উইকিপিডিয়ারই আরেকটি সহপ্রকল্প [http://en.wikinews.org উইকিসংবাদের] জন্য প্রযোজ্য। আরো দেখুন: [[উইকিপিডিয়া:সংবাদমূলক নিবন্ধ]]।
* <span id="FAQ" /> '''প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন'''। আরো বলতে গেলে, উইকিপিডিয়ার নিবন্ধগুলো প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেয় না। এবং নিবন্ধে এ ধরনের মতো করে কোনো তথ্যাদি উপস্থাপন করা উচিত নয়। নিবন্ধে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষভাবে, বিশ্বকোষীয় রচনাশৈলী মেনে উপস্থাপনার করা উচিত। উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেতে দেখুন: [[উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন]]।
 
===<span id="CENSOR" /><span id="CENSORED" />উইকিপিডিয়া সেন্সরকৃত নয়===