উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮০ নং লাইন:
উইকিপিডিয়া [[ফেইসবুক]] বা [[মাইস্পেস|মাইস্পেসেরে]] মতো কোনো সামাজিক যোগাযোগ রক্ষামূলক ওয়েবসাইট নয়। উইকিপিডিয়ায় আপনি আপনার নিজের [[ওয়েবসাইট]], [[ব্লগ]], বা [[উইকি]] সংরক্ষণ করতে পারবেন না। উইকিপিডিয়ার পৃষ্ঠা যে বিষয়গুলো নয়:
 
* <span id="WEBSPACE" /><span id="MYSPACE" /><span id="FACEBOOK" /><span id="SOCIALNET" /><span id="SOCIAL" /><span id="BLOG" />'''ব্যক্তিগত ওয়েব পেইজ।পেইজ''' [[উইকিপিডিয়া:উইকিপিডিয়ান|উইপিডিয়ানদের]] নিজস্ব ব্যবহারকারী পাতা রয়েছে, কিন্তু সেগুলো বিশ্বকোষীয় কর্মকাণ্ড সংশ্লিষ্ট কাজের জন্যই ব্যবহার হতে পারে। আপনি যদি আপনার ব্যক্তিগত ওয়েবপেইজ বা ব্লগ, বা আপনার জীবন বৃত্তান্ত লিখতে চান, তবে অনুগ্রহপূর্বক ইন্টারনেটে এ জাতীয় বিষয়াদি বিনামূল্যে লেখা যায় এমন একটি ওয়েবসাইট খুঁজে বের করুন, বা ব্যক্তিগতভাবে কোনো হোস্টিং স্পেস খুঁজে বা ক্রয় করে নিন। আপনার উইকিপিডিয়া ব্যবহারকারী পাতায় সামাজিক যোগাযোগ রক্ষামূলক কথাবার্তা লেখা ''নীতিসিদ্ধ নয়'', কিন্তু আপনি এমন ধরনের কথা লিখতে পারবেন যা কার্যকরী সম্পাদনায় ভূমিকা রাখে, বা উৎসাহ দেয়।
* <span id="storage"/>'''ফাইল সংরক্ষণের স্থান।স্থান''' অনুগ্রহপূর্বক সেই ধরনের ফাইল-ই আপলোড করুন, যা উইকিপিডিয়ার নিবন্ধ বা প্রকল্প পাতাগুলোতে ব্যবহৃত হয়, বা ব্যবহৃত হবে। অন্যথায় তা মুছে ফেলা হবে। আপনার যদি সম্পর্কিত অতিরিক্ত কোনো ফাইল আপলোডের ইচ্ছা থাকে, অনুগ্রহপূর্বক তা [[উইকিমিডিয়া কমন্স|উইকিমিডিয়া কমন্সে]] আপলোড করুন। সেখান থেকে ফাইলটিতে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল প্রকল্পগুলোতে সংযোগ দিতে পারবেন।
* '''সম্পর্ক ও যোগাযোগ রক্ষার স্থান।স্থান''' উইকিপিডিয়া কোনো রকমের ব্যক্তিগত সম্পর্ক বা যোগাযোগ রক্ষার স্থান হয়। যদিও আপনাকে বিশ্বকোষের উন্নয়নে যে-কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে উৎসাহিত করা হচ্ছে।
* <span id="MEMORIAL" />'''স্মৃতিচারণ করার স্থান।স্থান''' উইকিপিডিয়া মৃত বন্ধু, আত্মীয়, সহযোগী, বা অন্য কারো স্মৃতিচারণ করার স্থান নয়। বিশ্বকোষীয় নিবন্ধকে অবশ্যই বিশ্বকোষে থাকার মতো [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)|উল্লেখযোগ্যতা প্রমাণ]] করতে হবে। এই নীতিমালা শুধুমাত্র উইকিপিডিয়ার প্রধান নামস্থানের (নিবন্ধ নামস্থান) জন্য প্রযোজ্য। যদিও নিজের ব্যবহারকারী নামস্থানেও এ ধরনের স্মৃতিচারণ করা গ্রহণযোগ্য নয়। তবে যেসকল উইকিপিডিয়ান মারা গেছেন, তাঁদের স্মৃতিতে কিছু কথা উইকিপিডিয়ার ব্যবহারকারী নামস্থানে লেখা যেতে পারেন। এ ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে, ঐ তিনি (মারা যাওয়া উইকিপিডিয়ানটি) উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী ছিলেন। এছাড়াও তাঁর কাছাকাছি বা তাঁর সাথে সংশ্লিষ্ট কোনো উইকিপিডিয়ান তাঁর মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করে তাঁর ব্যবহারকারী পাতায় (বা ব্যবহারকারী পাতার কোনো উপপাতায়) স্মৃতিচারণমূলক মন্তব্য রাখবেন।
 
আপনি যদি সহযোগীতামূলক কোনো কাজের জন্য [[উইকি]] প্রযুক্তি ব্যবহারে ইচ্ছুক হন, এবং সেটা যদি শুধু এক পাতার জন্যও হয়, বিভিন্ন রকমের মুক্ত, এবং বাণিজ্যিক উইকি ভিত্তিক ওয়েবসাইট আছে যেগুলো উইকি হোস্টিং সেবা প্রদান করে। আপনি চাইলে বিনামূল্যে উইকি সফটওয়্যার আপনার সার্ভারে ইন্সটলও করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন [[Wikibooks:en:Wiki Science|{{lang||উইকি সায়েন্স}}]]। [[Wikia:scratchpad|{{lang||স্ক্র্যাচপ্যাড উইকি ল্যাবস}}]] নিজেও ব্যক্তিগত উইকি গ্রহণ করে।
 
===<span id="DIR" /><span id="DIRECTORY" />উইকিপিডিয়া কোনো ডিরেক্টরি নয়===