রন উইজলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahin Haque (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Mahin Haque (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
 
'''রোনাল্ড বিলিয়াস "রন" উইজলি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Ron Weasley) হল [[জে. কে. রাউলিং]]য়ের "হ্যারি পটার" উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র। সে এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র। রনকে প্রথম দেখা যায় সিরিজের প্রথম অংশে ''[[হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফার্স স্টোন]] (১৯৯৭)'' বইতে। [[হ্যারি পটার (চরিত্র)|হ্যারি পটার]] ও [[হারমায়োনি গ্রেঞ্জার]] এর বন্ধু হিসেবে। সে "উইজলি" নামে একটি পিউর ব্লাড পরিবারের সদস্য। হ্যারি ও হারমায়োনির মত সেও [[হগওয়ার্টস|গ্রিফিন্ডর]] হাউজের সদস্য। [[ব্রিটিশ]] অভিনেতা [[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|রুপার্ট গ্রিন্ট]] ''[[হ্যারি পটার]]'' চলচিত্রে রনের ভূমিকায় অভিনয় করেছে।
 
==চারিত্রিক বিকাশ==
রাউলিং এর মতে, তিনি যেসব চরিত্রকে একেবারে প্রথম দিনেই সৃষ্টি করেছেন, রন তাদের মধ্যে অন্যতম।<ref>[http://www.accio-quote.org/themes/ron.htm Conversations with JK Rowling, p.37-8]</ref> রনের চরিত্রটি রাউলিং এর প্রিয় বন্ধু শন হ্যারিসের দ্বারা প্রভাবিত হলেও, রাউলিং স্পষ্টভাবেই বলেছেন যে, তিনি কখনোই রনের মাধ্যমে শনকে প্রকাশ করার পরিকল্পনা করেননি, তবে রনের উপর শনের কিছুটা প্রভাব রয়েছে।<ref>[http://www.accio-quote.org/articles/2001/1201-bbc-hpandme.htm "Harry Potter and Me" (BBC Christmas Special, British version), ''BBC'', 28 December 2001]</ref> রন সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোন প্রয়োজনে সে সবসময় হ্যারির পাশাপাশি থাকে। রনের চরিত্রটির অন্যান্য চরিত্রের মতই কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। সে বিভিন্ন সময় "কমিক রিলিফ" হিসেবে আবির্ভূত হয়। তার চরিত্রের একটি অনন্য দিক হল, কর্তব্যের প্রতি তার আনুগত্য। তবে মেধা ও সামর্থ্যের দিক দিয়ে, হ্যারির তুলনায় তার কিছুটা ঘাটতি রয়েছে। বিশেষ করে, জাদুর ক্ষমতায়। তার মধ্যে ভীরুতা নেই, বরং তাকে বেশ সাহসী হিসেবে চরিত্রায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রথম বইয়ে 'বাস্তব জাদুর দাবা' খেলায় তার অংশগ্রহণ এবং মাকড়শাভীতি থাকা সত্ত্বেও দ্বিতীয় বইয়ে নিষিদ্ধ বনে প্রবেশ করা।
 
রনের বেশ কিছু বৈশিষ্ট্য ও গুণাবলী হ্যারির চেয়ে আলাদা। হ্যারি একজন অনাথ হওয়া সত্ত্বেও উত্তরাধিকার সূত্রে সে প্রয়োজনের চেয়ে অধিক সম্পদ লাভ করে। অন্যদিকে, রন একটি বিশাল ও সুখী কিন্তু দরিদ্র পরিবারের সদস্য। হ্যারি অত্যন্ত বিখ্যাত, কিন্তু সে এসব খ্যাতি এবং স্পটলাইটের আলো পরিহার করার চেষ্টা করে। অপরদিকে, রনের বিখ্যাত হওয়ার আকাংক্ষা প্রবল। এ কারণে, কখনো কখনো সে হ্যারির প্রতি ঈর্ষাবোধ করে। রন তার ভাইবোনদের মধ্যে সবচেয়ে কম পরিণত। সে চমৎকার কোন কুইডিচ খেলোয়াড় বা তেমন উল্লখযোগ্য মানের কোন ছাত্র নয়। এসব কারণে রনকে প্রথম থেকেই চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়। তার চরিত্রের আরেকটি বিশেষ দিক হল, সর্বদাই নিজের মাধ্যমে নিজেকে প্রমাণের চেষ্টা। এর মধ্য দিয়েই, রনের চরিত্রটি বিকশিত হয়েছে।
 
==তথ্যসূত্র==
{{Reflist|2}}
 
==বহিঃসংযোগ==
{{portal|Harry Potter}}
{{hpw|Ron Weasley}}
* [http://www.hp-lexicon.org/wizards/ron.html Ron Weasley] at [[Harry Potter Lexicon]]
{{harrypotter}}
 
[[বিষয়শ্রেণী:হ্যারি পটারের চরিত্র]]