মনসামঙ্গল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
খ্রিষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে প্রথম ''মনসামঙ্গল'' কাব্যধারাটি বিকাশ লাভ করে। এই কাব্যে সেযুগের হিন্দু বাঙালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার-অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপূঙ্খ বর্ণনা পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র; বেহুলা-লখিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে আজও বাঙালি সমাজে জনপ্রিয়।
 
''মনসামঙ্গল'' কাব্যের আদি কবি [[হরিদত্ত]]। [[বিজয় গুপ্ত]] এই কাব্যের প্রথম উল্লেখযোগ্য এবং [[নারায়ণ দেব]] এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি। অন্যান্য কবিদের মধ্যে [[কেতকাদাস ক্ষেমানন্দ]], [[বিপ্রদাস পিপলাই]] প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। আধুনিক কালে ''মনসামঙ্গল'' অবলম্বনে বিশিষ্ট নাট্যকার [[শম্ভু মিত্র]] ''[[চাঁদ বণিকের পালা]]'' নামে একটি নাটক রচনা করেন। চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকের আকারেও একাধিকবার এই পুনঃসৃজিত হয়েছে মনসামঙ্গল।
 
== আখ্যানবস্তু ==
== কবি ===
 
== পাদটীকা ==
{{reflist}}