উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
fix
Jayantanth (আলোচনা | অবদান)
+
৬ নং লাইন:
[[উইকিপিডিয়া:উৎসনির্দেশ|উৎসনির্দেশ]] করা এবং ব্যক্তিগত ও অপ্রকাশিত গবেষণা পরিহার করা—দুটোই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এটি বোঝায় যে, আপনি মৌলিক গবেষণা উপস্থাপন করছেন না। এবং আপনাকে অবশ্যই বিষয়বস্তুর সাথে '''সরাসরি সম্পর্কযুক্ত''' নির্ভরযোগ্য তথ্যসূত্র প্রকাশ করতে হবে, এবং সেটাকে আপনার দেওয়া তথ্যকে '''সরাসরি সমর্থন''' করতে হবে।
 
উইকিপিডিয়ায় পরিবেশিত তথ্যের প্রকৃতি কেমন হবে, সে ব্যাপারে '''তিনটি''' প্রধান নীতি আছে, যাদের একটি হল [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা]]। এ-সম্পর্কিত অন্য দু'টি প্রধান নীতি হল [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] এবং [[উইকিপিডিয়া:কোন মৌলিক গবেষণা নয়]]। মূলনীতি তিনটি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়। তাই সম্পাদকদের এই তিনটি মুলনীতি সম্পর্কেই যথাযথ ধারণা অর্জন করতে হবে।
'''কোনো মৌলিক গবেষণা নয়''', উইকিপিডিয়ার অন্যতম তিনটি মূলনীতির একটি। বাকি দুটি হচ্ছে, '''[[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]]''' ও '''[[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা|যাচাইযোগ্যতা]]'''। এই নীতিগুলো উইকিপিডিয়ার নিবন্ধের মান নিয়ন্ত্রণ করে ও গ্রহণযোগ্যতা বাড়ায়। তাই এই নীতিগুলো অবদানকারীর লঙ্ঘন করা উচিত নয়, এবং সম্পাদনাকারী ও অবদানকারীকে এই নীতিগুলোর সাধে মানিয়ে নেবার জন্য বলা হচ্ছে।
 
==উৎস==