এইচআর ৮৭৯৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Alexbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: zh:HR 8799
JoyBot (আলোচনা | অবদান)
Unreferenced|date
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''''এইচআর ৮৭৯৯''''' ([[ইংরেজি ভাষায়]]: HR 8799) সূর্য থেকে ১২৯ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি [[গামা ডোরাডাস বিষম তারা]]। এর অবস্থান [[পক্ষীরাজ মণ্ডল|পক্ষীরাজ মণ্ডলে]]। [[উজ্জ্বল তারা তালিকা]]-তে অনুসৃত নিয়ম অনুযায়ীই তারাটির এমন নাম রাখা হয়েছে। [[২০০৮]] সালের নভেম্বরে ''Herzberg Institute of Astrophysics'' এর ''Christian Marois'' এবং তার সহকর্মীরা ঘোষণা করেন যে, তারা এই তারাকে কেন্দ্র করে আবর্তিত তিনটি গ্রহকে সরাসরি পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের কাজে [[হাওয়াই]] দ্বীপপুঞ্জে অবস্থিত [[কেক দুরবিন|কেক]] এবং [[জেমিনি দুরবিন]] ব্যবহৃত হয়েছে। এই তিন গ্রহের সর্ববহিঃস্থটি সৌরজগতের [[কাইপার বেষ্টনী|কাইপার বেষ্টনীর]] মতই একটি ধূলিময় বেষ্টনীর ভেতরের প্রান্ত ঘেষে আবর্তিত হচ্ছে। সৌরজগৎ থেকে ৩০০ আলোকবর্ষের কম দূরত্বের মধ্যে কোন তারার চারপাশে এতো উজ্জ্বল বেষ্টনী পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এর ভেতরের দিকে [[পার্থিব গ্রহ|পার্থিব গ্রহের]] জগৎ থাকবে।