জাদু মন্ত্রক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩ নং লাইন:
 
এছাড়া, বিভিন্ন সময়ে এই সরকারকে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ সরকার ব্যবস্থা হিসেবে প্রদর্শিত করা হয়েছে। জাদু মন্ত্রকের অযোগ্যতার একটি নিদর্শন হল সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত রহস্য বিভাগে কোনো আক্রমণ চিহ্নিতকরণ বা প্রতিহত করতে না পারা। নিরাপত্তার অভাবজনিত কারণে [[হগওয়ার্টস|হগওয়ার্টের]] একদল ছাত্র ও এক ডজন [[ডেথ ইটার]] সহ লর্ড ভল্ডেমর্ট এই অংশে ঢুকে পড়ে পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে।{{HP5}}
 
=== বিচারব্যবস্থা ও দুর্নীতিপরায়ণতা ===
সিরিজের বইগুলির বর্ণনা অনুসারে, জাদুকরদের বিচারব্যবস্থায় অভিযুক্তের সপক্ষে বা বিরুদ্ধে তথ্যপ্রমাণের পরিবর্তে ঘটনার সম্ভাব্যতা নির্ণয়ে ব্যক্তিগত সংস্কারের গুরুত্বই বেশি।{{HP5}} সকল অভিযুক্ত ব্যক্তির বিচারও হয় না। বিনা নোটিশে ডিক্রি জারি করতে মন্ত্রক সিদ্ধহস্ত। কখনও আবার মন্ত্রক খারাপ খবরকে উপেক্ষা করে প্রকৃত সমস্যা সমাধানে নিজেদের অনীহাই প্রকাশ করে ফেলে। [[হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট]] উপন্যাসে দেখা যায়, হগওয়ার্টের আক্রমণের ব্যাপারে ব্যবস্থা নিতে দীর্ঘসূত্রিতা করছেন মন্ত্রী ফাজ। পঞ্চম উপন্যাসে, সকল তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ফাজ ভলডেমর্টের পুনরুত্থানের সংবাদটিকে অসত্য বলে উড়িয়ে দিচ্ছেন এবং হ্যারি পটারে বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য প্রচারাভিযানে নেমেছেন; কারণ তাঁর ভয় [[অ্যালবাস ডাম্বলডোর]] তাঁর পদের জন্য লোলুপ। কিন্তু এর পরই মন্ত্রককে সত্য মেনে নিতে হয়। অযোগ্যতার জন্য ফাজ অপসৃত হন এবং রুফাস স্ক্রিমগেয়ার জাদুমন্ত্রী নির্বাচিত হন।
 
==পাদটীকা==