শকুনি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Narayan 23 (আলোচনা | অবদান)
ছবির পরামর্শ: ১টি ছবি যুক্ত করা হয়েছে।
Saagor Chakraborty930 (আলোচনা | অবদান)
ইনফো বক্স যুক্তকরণ, ভূমিকাংশ পুনর্লিখন।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
{{উৎসহীন|date=আগস্ট ২০১৫}}
{{ছোট নিবন্ধ|date=আগস্ট ২০১৫}}
[[চিত্র:Shakuni is master of Dice Game.jpg|থাম্ব|মহাভারতে পাশাখেলায় সিদ্ধহস্ত শকুনি ]]
{{Infobox character
'''শকুনি''' [[হিন্দু]] ধর্মীয় গ্রন্থ [[মহাভারত|মহাভারতের]] একটি অন্যতম চরিত্র। শকুনি মূলতঃ গান্ধার অঞ্চলের একজন রাজা ছিলেন। তিনি [[কৌরব|কৌরবদের]] পক্ষে যুদ্ধ করেন।
| info-hdr=তথ্য
|home = {{hlist|[[গান্ধার|গান্ধার]]}}
| spouse = অর্ষি
| children= [[উলুক]] (পুত্র)
| gender = পুরুষ
| religion = [[হিন্দুধর্ম]]
| family = '''পিতামাতা''' {{ubl|[[সুবল]] (পিতা)}} সুধর্মা (মাতা)। {{!}} '''ভাইবোন''' {{bulleted list|[[গান্ধারী (মহাভারত)|গান্ধারী]] (বোন) |অচল (ভাই) |বৃষক (ভাই), গজ এবং অন্যান্য ভাইরা}}<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=Tz2FHQcx_M8C&q=Achala|title=The Mahabharata: Volume 2|date=2015-06-01|publisher=Penguin UK|isbn=978-81-8475-403-2|language=en}}</ref>
| color = #FFC569
| relatives =
{{bulleted list|[[ধৃতরাষ্ট্র]] (ভগ্নীপতি)|[[দুর্যোধন]], [[দুঃশাসন]], [[বিকর্ণ]] এবং অন্য ৯৭ জন [[কৌরব]] (বোনের ছেলে বা ভাগ্নে) |[[দুঃশলা]] (ভাগ্নী)}}
}}
 
'''শকুনি''' ({{lang-sa|शकुनि}}, আক্ষরিক অর্থে-পাখি) হলেন [[হিন্দু]] মহাকাব্য ''[[মহাভারত|মহাভারতের]]'' অন্যতম প্রধান চরিত্র। তিনি হিন্দু মহাকাব্য [[মহাভারত|মহাভারতের]] প্রধান বিরোধী চরিত্র। প্রথমদিকে, তিনি ছিলেন [[গান্ধার]] রাজ্যের যুবরাজ। তবে, পরবর্তীতে, শকুনি, তাঁর পিতা রাজা [[সুবল|সুবলের]] মৃত্যুতে গান্ধার রাজ্যের রাজা হন। তিনি হলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের রাজমহিষী [[গান্ধারী (মহাভারত)|গান্ধারীর]] বড়ভাই এবং [[কৌরব|কৌরবদের]] মামা। বুদ্ধিমান, ধূর্ত এবং বিপথগামী, কপট ষড়যন্ত্রকারী হিসেবে চিত্রিত, শকুনি তার ভাগ্নেদের সবসময় সমর্থন করতেন, বিশেষ করে জ্যেষ্ঠভাগ্নে [[দুর্যোধন|দুর্যোধনকে]]। মামা শকুনির সাথে মিলে [[দুর্যোধন]] তার কাকাত ভাই [[পাণ্ডব|পাণ্ডবদের]] বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রচনা করতো। শকুনির পরামর্শেই দুর্যোধন [[যুধিষ্ঠির|যুধিষ্ঠিরকে]] পাশা খেলায় আমন্ত্রণ জানায় এবং শকুনিই যুধিষ্ঠিরের বিরুদ্ধে কপট পাশা খেলা খেলেন, যা মহাকাব্যের অন্যতম প্রধান ঘটনা। তিনি ভারী পাশা ব্যবহার করে পাশা খেলায় কারসাজি করতে পারদর্শী ছিলেন। ফলে, পাশা খেলায় পরাজিত হয়ে যুধিষ্ঠির সহ অন্য পাণ্ডবগণ কুরু রাজসভায় চরমভাবে অপমানিত, দ্রৌপদীর লাঞ্ছনা ও বস্ত্রহরণ, পাণ্ডবদের ১২ বছরের বনবাস ও ১ বছরের অজ্ঞাতবাস প্রভৃতি ঘটনা ঘটে এবং কৌরবদের ১৩ বছরের জন্য হস্তিনাপুর ও [[ইন্দ্রপ্রস্থ|ইন্দ্রপ্রস্থের]] রাজত্ব এনে দেয়।<ref>{{Cite book |last=Mackenzie |first=Donald Alexander |url=https://books.google.com/books?id=1vT3DwAAQBAJ&dq=shakuni+loaded+dice&pg=PA217 |title=Indian Myth and Legend |date=2020-08-15 |publisher=BoD – Books on Demand |isbn=978-3-7524-4315-8 |language=en}}</ref> [[কুরুক্ষেত্রের যুদ্ধ|কুরুক্ষেত্র যুদ্ধের]] সময়, সপ্তদশ দিনে সর্বকনিষ্ঠ পাণ্ডব [[সহদেব|সহদেবের]] সাথে তলোয়ার যুদ্ধে শকুনি নিহত হন।
 
== পরিচয় ==
১৪ ⟶ ২৬ নং লাইন:
 
== চারিত্রিক বৈশিষ্ট্য ==
শকুনির শুধু ১০০ জন ভগ্নিপুত্রই ছিল না, তিনি ছিলেন রাজা সুবলের ১০০ তম পুত্র !  তাই তাকে শৌবালা নামও দেওয়া হয়েছিল । তিনি তার সমস্ত ভাইদের মধ্যে সবচেয়ে চতুর ছিলেন এবং তাই পরিবারের সকলেই অনাহারে মারা গেলে, প্রতিশোধ নেওয়ার জন্য তাকেই বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল ।
 
শকুনির পুত্র উলুক শকুনিকে গান্ধারে ফিরে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে অনুরোধ করেন । তবুও, শকুনি তার পিতার কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করেন । আর যে কোনো মূল্যে ভীষ্ম ও কুরু পরিবারকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন । এইজন্যই সে তার পুত্রের দেওয়া প্রস্তাব অস্বীকার করেন । বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল ।