মার্কোস আলোনসো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SRS 00 (আলোচনা | অবদান)
SRS 00 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫৫ নং লাইন:
{{Medal|RU|২০২১|}}
}}
 
'''মার্কোস আলোনসো মেন্দোজা''' (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৯০) একজন পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় [[লা লিগা]]র দল [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]] এবং [[স্পেন জাতীয় ফুটবল দল|স্পেন জাতীয় দল]] এর হয়ে [[রক্ষণভাগের খেলোয়াড়#ফুল-ব্যাক|লেফট ব্যাক]] বা [[রক্ষণভাগের খেলোয়াড়#উইং-ব্যাক|লেফট উইং ব্যাক]] হিসেবে খেলেন।
 
আলোনসোর ফুটবলার জীবনের হাতেখড়ি হয় [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদ]] এর যুব প্রকল্পে। ২০০৮ সালে [[রিয়াল মাদ্রিদ কাস্তিয়া]]র হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ মূল দলে তার অভিষেক হয়। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে তার পরবর্তীতে আর খেলার সুযোগ হয় নি। ২০১০ সালে তিনি ইংরেজ ক্লাব [[বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব|বোল্টন ওয়ান্ডারার্স]] এ যোগদান করেন। সেখানে তিন মৌসুম খেলার পর তিনি ইতালীয় ক্লাব [[এসিএফ ফিওরেন্তিনা|ফিওরেন্তিনা]] তে যোগদান করেন। ২০১৩–১৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ধারে ইংরেজ দ্বিতীয় বিভাগের দল [[সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব|সান্ডারল্যান্ড]] এর হয়ে খেলেন। ২০১৬ সালে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন [[চেলসি ফুটবল ক্লাব|চেলসি]]র হয়ে খেলার জন্য। চেলসিতে আলোনসো তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কাটান। এই ক্লাবের হয়ে তিনি একটি [[প্রিমিয়ার লিগ]] শিরোপার পাশাপাশি একটি [[উয়েফা ইউরোপা লিগ]], একটি [[উয়েফা চ্যাম্পিয়নস লিগ]] এবং একটি [[ফিফা ক্লাব বিশ্বকাপ]] জয়ের কৃতিত্ব অর্জন করেন। ২০২২ সালে তিনি স্পেনের ক্লাব [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]]য় যোগদান করেন।
 
আলোনসো স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০১৮ সালের ২৭ মার্চ [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনা]]র বিপক্ষে তার [[স্পেন জাতীয় ফুটবল দল|স্পেন জাতীয় দল]]-এ অভিষেক হয়। তিনি [[২০২০–২১ উয়েফা নেশনস লিগ|২০২০–২১]] [[উয়েফা নেশনস লিগ]]-এ রানার-আপ হওয়া স্পেন দলের অংশ ছিলেন।
 
==পরিসংখ্যান==
৯২ ⟶ ৯৮ নং লাইন:
===জাতীয়===
; স্পেন
* [[উয়েফা নেশনস লিগ]] রানার-আপ: [[২০২০–২১ উয়েফা নেশনস লিগ|২০২০–২১]]<ref>{{cite web |url=https://www.uefa.com/uefanationsleague/match/2030761--spain-vs-france/ |title= Spain 1–2 France: Updates |publisher=UEFA |access-date=4 March 2022}}</ref>
 
===ব্যক্তিগত===