উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
→‎অ্যাঞ্জেলিনা জোলি: আপাতত বিরোধিতা। ভাষার দূর্বলতা অনেক
১২ নং লাইন:
: ‍অসমর্থন‍ নয়, একটু দেখছি। কিছু সম্পাদনার অবকাশ আছে। --[[User:Faizul Latif Chowdhury|Faizul Latif Chowdhury]] ([[User talk:Faizul Latif Chowdhury|talk]]) ১৬:৩০, ২৭ জানুয়ারি ২০১০ (UTC)
::পর্যালোচনা থেমে আছে, একটু মতামত আশা করছি। আলাপ পাতায় মতামতও রেখেছি। একটু দেখার অনুরোধ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ০৩:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
 
:'''আপাতত বিরোধিতা''': বেশ কিছু কাজ বাকি আছে। যেমন
 
::*প্রথম বাক্যটি অযথা complex sentence করার দরকার নাই। বাক্যটি এমনভাবে লেখা, যাতে মনে হচ্ছে জোলির মূল পরিচয় অভিনেত্রী যিনি কিনা জাতিসংঘের দূত। তা তো নয়। মূল পরিচয় অভিনেত্রী। এছাড়া পরিচয় তিনি জাতিসংঘের দূত। এখানে বাক্যটিকে দুইটি বাক্যে ভাগ করলে পড়তে সুবিধা হবে, আর অর্থের দুর্বলতাও থাকবে না।
::*Goodwill Ambassador ইংরেজিতে দেয়ার কারণ কি, যেখানে শুভেচ্ছাদূত লিংক দেয়া আছে?
::*"ভালোবাসার ফসল তিন সন্তান" -- এই বাক্যটি বিশ্বকোষীয় নয়। তাঁদের তিনটি সন্তান আছে, এবং আরো কয়েকজনকে তারা দত্ত্বক নিয়েছেন, তা সরাসরি উল্লেখ করাই যথেষ্ট ছিলো। "ভালোবাসার ফসল" কথাটি একটু নাটকীয় হয়ে গেছে।
::*"পরিবারে আরো রয়েছে ম্যাডক্স, প্যাক্স, এবং জাহারা, যাদের ..." -- বাক্যটি দূর্বল। আক্ষরিক অনুবাদ দোষে বাক্যটি ভালো দেখাচ্ছে না।
 
::*"আঙ্গেলেস" নামে কোনো শহর নেই, জোলির জন্ম হয়েছে [[লস অ্যাঞ্জেলেস]] শহরে।
 
::*"বংশদ্ভূত" - এটা কি বংশোদ্ভূত হবে?
::* "যাকে তাঁরা বলেন ইরোকয়ের অংশ" -- বাক্যটির অর্থ পরিষ্কার নয়। আক্ষরিক অনুবাদ দোষে বাক্যটি অবোধ্য।
::*ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স যতটা প্রচলিত, বাংলাতে ততোটা না। ফলে ", এবং" এরকম করে লেখা অংশগুলো কৃত্রিম লাগছে। এরকম বাক্যগুলোকে খুব সহজে দুইটি বাক্যে ভাগ করে লেখা যায়, তাতে বাক্যগুলো পড়তে অনেক সুবিধা হয়, আর বাংলা ভাষার প্রচলিত বাক্যরীতি ভঙ্গ হয় না।
 
:আরো অনেক সমস্যা আছে, কাজেই আপাতত বিরোধিতা করছি। নিবন্ধের ভাষারীতিতে অনেক অনেক কাজ করতে হবে। এগুলো মেরামত হলে বাকি অংশ দেখবো। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ০৫:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
 
==উত্তীর্ণ প্রস্তাবনাসমূহ==