অমলেন্দু বিশ্বাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে বাংলাদেশী মঞ্চ অভিনেতা ( [[WP:HOTCAT|
Bellayet (আলোচনা | অবদান)
রেফারেন্স
১ নং লাইন:
{{unref|date=নভেম্বর ২০০৯}}
 
'''অমলেন্দু বিশ্বাস''' ([[মে ২৯]], [[১৯২৫]]- [[১৩ই অক্টোবর]], [[১৯৮৭]]) [[বাংলাদেশ|বাংলাদেশী]] যাত্রা অভিনেতা ও পরিচালক। অমলেন্দু বিশ্বাস পিতার কর্মক্ষেত্র বার্মায় (বর্তমান [[মায়ানমার]])জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ঢাকায়।
 
==জীবন ও পরিবার==
পিতাঃ সুরেন্দ্রলালঅমলেন্দু বিশ্বাস -পিতার তারকর্মক্ষেত্র জন্মবার্মার হয়েছির পৈত্রিক বাড়ি(বর্তমান [[চট্টগ্রামমায়ানমার]]) জেলারইয়াঙ্গুনে [[সীতাকুণ্ড]]জন্মগ্রহণ উপজেলারকরেন।<ref মসজিদিয়াname="shatoMonishi">{{cite গ্রামে।book|last=নজরুল|first=আরিফ|title=বাংলাদেশের মাতাঃশত জ্ঞানদামনীষী|publisher=সাহিত্য দেবীইন্সটিটিউট|location=ঢাকা|date=নভেম্বর ২০০৯|pages=১৫|isbn=9789848452363|accessdate=১৬-০২-২০১০|language=বাংলা}}</ref> তার জন্মবাবা সুরেন্দ্রলাল বিশ্বাস, তার মা জ্ঞানদা মাদ্রাজে।দেব। বাবা ইয়্ঙ্গুনে কাস্টমস বিভাগে চাকুরী করতেন। কিশোর বয়সে তিনি বাবার সঙ্গে [[বাংলাদেশ|বাংলাদেশের]] চট্টগ্রামে চলে আসেন। ১৯৪১ খ্রীস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রথমে [[কলকাতা|কলকাতায়]]ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিয়েছিলেন। পরে কিছু দিন পুলিশ-এ কাজ করেন। ১৯৪৪ খ্রীস্টাব্দে রবার্টসন কলেজ থেকে এফ, এ, পাস করেন। বাংলাদেশে চলে আসেন ১৯৪৭-এ। তৎকালীন [[পূর্ব পাকিস্তান]] রেলওয়েতে হিসাব বিভাগে চাকুরী পেলেন। পাকিস্তান আমলে আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দেয়ার জন্য তার বিরূদ্ধে পুলিশের হুলিয়া জারী হয়েছিল। তাঁর স্ত্রী [[জ্যোৎস্না বিশ্বাস]] [[বাংলাদেশ|বাংলাদেশের]] শীর্ষস্থানীয় যাত্রা অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাসের কন্যা [[অরুণা বিশ্বাস]] একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী।
 
অমলেন্দু বিশ্বাস ঢাকায় মৃত্যুবরণ করেন।
 
==যাত্রাভিনয়==
১৬ ⟶ ১৭ নং লাইন:
 
{{অসম্পূর্ণ}}
==তথ্যসূত্র==
<references/>
 
[[বিষয়শ্রেণী:১৯২৫-এ জন্ম]]