আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Jayantanth (আলোচনা | অবদান)
+
১ নং লাইন:
 
'''আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন''' (পূর্বনাম '''ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন''') <ref>http://news.webindia123.com/news/Articles/India/20090624/1282180.html</ref><ref>http://www.thestatesman.net/page.news.php?clid=22&theme=&usrsess=1&id=258973</ref> [[কলকাতা|কলকাতার]] অদূরে [[হাওড়া|হাওড়ার]] [[শিবপুর|শিবপুরে]] অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। ২৭৩ একর আয়তনবিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট ১৪০০ প্রজাতির প্রায় ১৭,০০০টি গাছ রয়েছে।<ref name = pallabmitra>ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, ''বাংলার ঐতিহ্য কলকাতার অহংকার'', পল্লব মিত্র, পারুল প্রকাশনী, কলকাতা, ২০১০, পৃ. ৭৪-৭৭</ref> এই উদ্যান '''শিবপুর বটানিক্যাল গার্ডেন''' নামেও পরিচিত।
 
৯ ⟶ ১০ নং লাইন:
বটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল [[মহাবটবৃক্ষ]] নামে একটি ২৫০ বছরের প্রাচীন [[বট|বটগাছ]]। গাছটির পরিধি ৩৩০ মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি দেড় একর জমির উপর শত শত ঝুরি নিয়ে বিরাজমান।<ref name = pallabmitra/> এই বটগাছটি ছাড়াও বটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, সাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমূল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধি বৃক্ষও। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে ১৭ কিলোমিটার পাকা রাস্তাও।<ref name = pallabmitra/>
 
স্বাধীনতার পর বটানিক্যাল গার্ডেন [[ভারত সরকার|ভারত সরকারের]] [[পরিবেশ ও বন মন্ত্রক (ভারত সরকার)|পরিবেশ ও বন মন্ত্রকের]] অধীনে [[বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া]] কর্তৃক পরিচালিত হয়ে আসছে। ১৫ সদস্যের একটি পরিচালক পর্ষদ নিয়মিত উদ্যানের কাজকর্ম দেখাশোনা করছেন। [[পশ্চিমবঙ্গ সরকার|পশ্চিমবঙ্গ সরকারের]] একাধিক প্রতিনিধিও নিয়মিতভাবে প্রশাসনিক সভায় যোগ দিয়ে থাকেন। বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় ৪০০ কর্মী চাকরিসূত্রে এই উদ্যানের সঙ্গে যুক্ত।<ref name = pallabmitra/>
 
<gallery>
Image:Kolkata_botanical_garden_lily.jpg| A pond in Indian botanical garden
Image:Kolkata botanical garden pathway.jpg.|A walkway in the botanics
Image:Indian_botanical_gardens.jpg| water lilies
</gallery>
 
== তথ্যসূত্র ==