দেওয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
AishikBot (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''দেওয়ান''' ([[ফার্সী ভাষা|ফার্সীঃ]] ديوان) ফার্সী শব্দ। ফার্সী হতে আসা শব্দটি আরবীতেও বহুল ব্যবহার হয়।এটা একটি ইরানীইরানি বংশীয় নাম। ফার্সী ভাষায় শব্দটির মূল অর্থ গ্রন্থ বা কাগজের বাঁধন। কর্মকর্তা এবং কার্য্যালয় অর্থেও শব্দটির ব্যবহার আছে।
এটি সামন্ত রাজার (জমিদার) উপাধি হিসেবে ধরা হলেও আদতে এটি ছিল পদ বিশেষ — পরগনাস্থ রাজস্ব আদায়কারী জমিদার। সুলতানের আমলে একটা পরগণার মালিকানা হলে তাঁদের তাঁরা সে পরগনার 'দেওয়ান' পদে মননীতো করতেন[১]। একটা পরগনার অধীনে থাকতো কিছু তালুকা, আবার প্রত্যেকটি তালুকার অধীনে থাকতো মৌজা বা গ্রাম। একটা পরগনার/সুবাহ প্রধান হল দেওয়ান/সুবাহদার , যাঁর অধীনে থাকতো তালুকা ও তালুক অন্তর্গত গ্রাম। <ref>http://www.etymonline.com/index.php?term=divan অনলাইন ইটিমোলজি ডিকশনারী</ref> মোগল আমলে এই পদবিটি যুক্ত হয়। চাকলার অর্থসচিবদের এবং খাজনা আদায়কারীদের দেওয়ান বলা হতো। দেওয়ান বাংলাদেশ এবং ভারতে মুসলিম সহ সর্বধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।