নিকোলাই ত্রুবেৎস্‌কোয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সৃষ্টি
 
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
রাজপুত্র '''নিকোলাই সের্গেইয়েভিচ ত্রুবেৎস্‌কোয়''' ([[রুশ ভাষা|রুশ]]: Николай Сергеевич Трубецкой)([[মস্কো]], [[১৫ই এপ্রিল]], [[১৮৯০]] - [[ভিয়েনা]], [[২৫শে জুন]], [[১৯৩৮]]) ছিলেন একজন রুশ [[ভাষাবিজ্ঞানী]] ও চেকোস্লোভাকিয়ার [[প্রাগ|প্রাহা (প্রাগ)]] শহরে অবস্থিত সাংগঠনিক ভাষাবিজ্ঞান ধারার অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁকে [[রূপধ্বনিতত্ত্ব|রূপধ্বনিতত্ত্বের]] জনক হিসেবে গণ্য করা হয়।
 
ভাষাবিজ্ঞানের [[ধ্বনিতত্ত্ব]] শাখায় ত্রুবেৎস্‌কোযয়ত্রুবেৎস্‌কোয় অসামান্য অবদান রেখেছেন। তিনি বিভিন্ন ভাষার ধ্বনিতাত্ত্বিক সংশ্রয়গুলোর (phonological systems) বিশ্লেষণ করেন এবং এগুলো থেকে সাধারণ ও সার্বজনীন ধ্বনিতাত্ত্বিক বিধি আবিষ্কারের চেষ্টা করেন। তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ ''Grundzüge der Phonologie'' (''ধ্বনিতত্ত্বের মূলনীতি'') তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়। এই বিখ্যাত গ্রন্থেই তিনি কোন ভাষার গঠনের ক্ষুদ্রতম স্বতন্ত্র এককের সংজ্ঞা দেন ও এর নাম দেন স্বনিম (phoneme)। তাঁর এই গ্রন্থ ধ্বনিতত্ত্ব-কে [[ধ্বনিবিজ্ঞান]] থেকে পৃথক একটি শাখা হিসেবে প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করে।
 
[[Category:১৮৯০-এ জন্ম]]