সাঈদ আহমদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
Bellayet (আলোচনা | অবদান)
১৭ নং লাইন:
 
==সম্মাননা==
তিনিসাঈদ আহমদ ১৯৭৫ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৭৬ সালে সূফী মোতাহার হোসেন পুরস্কার, মুনীর চৌধুরীর সম্মাননা, ঋষিজ পুরস্কারসহ বিভিন্ন ভূষিত হয়েছেন। তার সম্মানে ১৯৭৬ সালে ওয়াশিংটন ডিসির প্রখ্যাত নাট্যশালা এরিনা স্টেজের দর্শকের আসনের একটি সারি তার নামে নামকরণ করা হয়। ১৯৮৩ সালে জার্মানির বার্লিন টিভি ড্রামা উৎসবে তাঁকে 'প্রিক্স ফিউচুরা' পদক প্রদান করা হয়। তিনি ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘লিঁজিও''[[লিঁজিও দো অনার’অনার]]'' লাভ করেন। নাগরিক নাট্য সম্প্রদায় ১৯৯৬ সালে তাকে 'দক্ষিণ এশিয়া পদক' প্রদান করে। ১৯৯৭ সালে তিনি 'মুনীর চৌধুরী পদক' লাভ করেন। মর্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার ফাউন্ডেশন সাঈদ আহমদকে ১৯৯৮ সালে 'রেসিডেন্ট প্লেরাইট' নিয়োগ করে। ঢাকা আর্টস সার্কেল ২০০৮ সালে তাঁকে সম্মাননা প্রদান করে।
 
{{অসম্পূর্ণ}}