নিম্ন রক্তচাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Your Poltergeist O3 (আলোচনা | অবদান)
#WPWP #WPWPBN
লিঙ্কের পরামর্শ: ৭টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
১৪ নং লাইন:
}}
[[চিত্র:Depiction of a hypotension (low blood pressure) patient getting her blood pressure checked.png|থাম্ব|হাইপোটেনশনের (নিম্ন রক্তচাপ) রোগীর রক্তচাপ পরীক্ষা করে দেখানো]]
'''নিম্ন রক্তচাপ''' ({{lang-en|Hypotension}}) হল [[মানব দেহ|মানব দেহের]] রক্ত সংবাহন তন্ত্রের এমন একটি অবস্থা যেখানে রক্তের সিস্টোলিক চাপ ৯০ মি.মি.পারদ এর নিচে এবং ডায়াস্টলিক চাপ ৬০ মি.মি. এর নিচে থাকে (বিস্তার:১২০/৮০)।<ref name='NHLBI2008'>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.nhlbi.nih.gov/health/dci/Diseases/hyp/hyp_whatis.html |শিরোনাম=Diseases and Conditions Index – Hypotension |সংগ্রহের-তারিখ=2008-09-16 |তারিখ=September 2008 |প্রকাশক=National Heart Lung and Blood Institute }}</ref><ref name='Mayo2009def'>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.mayoclinic.com/health/low-blood-pressure/DS00590 | শিরোনাম = Low blood pressure (hypotension) — Definition | সংগ্রহের-তারিখ = 2010-10-19 | প্রথমাংশ = Mayo Clinic staff | তারিখ = 2009-05-23 | কর্ম = MayoClinic.com | প্রকাশক = Mayo Foundation for Medical Education and Research}}</ref> যাই হোক, ক্লিনিক্যালি তখনই নিম্ন রক্তচাপ (Low Blood pressure) বলে যদি উল্লেখযোগ্য লক্ষণ পরিলক্ষিত হয়। এটি সচরাচর রোগের থেকে স্বাভাবিক শারীরতান্ত্রিক অবস্থা। যারা নিয়মিত ব্যায়াম চর্চা করে থাকে, তাদের জন্য এটি সুস্থতার নিয়ামক। যাদের রক্তচাপ অস্বাভাবিক হারে কম,তাদের হৃদক্রিয়া, অন্তঃক্ষরা গ্রন্থি কিংবা মস্তিষ্কজাত সমস্যা থাকতে পারে। এই রক্তচাপ বজায় থাকলে মস্তিষ্ক এবং অন্যান্য অত্যাবশকীয় (vital) [[অঙ্গ|অঙ্গে]] রক্ত সরবারাহ কম থাকার কারণে সেখানে [[অক্সিজেন]] এবং পুষ্টির অভাব হতে পারে যা জীবনের জন্য হুমকির কারণ হতে পারে। এরূপ অবস্থাকে শক (Shock) বলে।
 
==পূর্বলক্ষণ==
৩৬ নং লাইন:
স্বাভাবিক রক্তের পরিমাণ থাকার পরও হার্ট ফেইলর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হৃৎপিণ্ডের ভাল্ভে সমস্যা কিংবা অতিরিক্ত কম হার্ট রেট (ব্রাডিকার্ডিয়া) এর কারণে কার্ডিয়াক আউটপুট কমে গেলে প্রায়শ: হাইপোটেনশন হয় এবং এর ফলে কার্ডিওজেনিক শক ত্বরান্বিত হয়। এই ভাবেই arrythmia হয়।
 
অতিরিক্ত রক্তগাত্রের প্রসারণ কিংবা ক্ষুদ্রাতিক্ষুদ্র [[ধমনী|ধমনীর]] (arteriole) অপর্যাপ্ত সংকোচনের ফলে হাইপোটেনশন হয়। এর কারণ হল [[মস্তিষ্ক|মস্তিষ্কে]] কিংবা [[সুষুম্নাকাণ্ড|সুষুম্নাকাণ্ডে
]] আঘাত অথবা ডিসঅটোনোমিয়া, [[স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রেরস্নায়ুতন্ত্র]]<nowiki/>ের কার্যকলাপে অসামঞ্জস্যতার ফলে সমবাদী (Sympathetic) [[স্নায়ুতন্ত্র|স্নায়ুতন্ত্রের]] আউটপুট কমে যাওয়ার
বা parasympathetic স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপ বেশি হওয়া। ডাইইউরেটিক্স অতিরিক্ত ব্যবহারের ফলেও হতে পারে। হার্ট [[স্ট্রোক]] এর অন্যতম কারণও এটি হতে পারে। শরীরে ফ্লুইড বেশি, কিন্তু ইলেক্ট্রোলাইট ধরে রাখতে পারে না। ঘামের অনুপস্থিতি, সামান্য মাথা ধরা এবং গাঢ় বর্ণের মূত্র হাইপোটেনশনের নির্দেশক।
 
==প্যাথোফিজিওলজি==
৪৬ নং লাইন:
নিম্ন রক্তচাপের সাধারণ রূপ হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, যাকে অবস্থানগত হাইপোটেনশনও বলে।দেহের অবস্থান পরিবর্তন করলে এটি সংঘটিত হয়,সচরাচর একজন ব্যক্তি যদি শোয়া অবস্থা থেকে বসে কিংবা দাড়িয়ে যায়।এটি অস্থায়ী এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের (Autonomic Nervous System) কার্যকরিতা নির্দেশ করে।এটি হাইপোভলেমিয়াতে দেখা যায়।
 
শোয়া,বসা এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় [[রক্তচাপ]] এবং হার্ট রেট মেপে (প্রতি অবস্থানের মাঝে ২ মিনিট বিরতি দিয়ে) অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের উপস্থিতি নিশ্চিত হয়া যায়।যদি ২০ মি.মি [[পারদ]] চাপ সিস্টোলিক চাপে (ক্ষেত্রবিশেষে ১০ মি.মি পারদ চাপ ডায়াস্টলিক চাপ) কম হয় এবং হার্ট রেট ২০ বার /মিনিট বাড়ে, তবে এটি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনকে নির্দেশ করে।
 
আরেকটি,কিন্তু দুর্লভ ফর্ম postprandial হাইপোটেনশন, খাওয়ার পর 30 থেকে 75 মিনিটের যেটা রক্তচাপের প্রচণ্ড হ্রাস করে।অনেক পরিমাণ রক্ত যখন খাদ্য [[হজম]] এবং [[শোষণ|শোষণের]] জন্য [[অন্ত্র| অন্ত্রে]] পাঠাতে হয়, তখন শরীরকে কার্ডিয়াক আউটপুট এবং রক্তবাহী নালিকার সংকোচন(vesoconstriction) বাড়াতে হয় যাতে শরীরের অপরিহার্য অঙ্গে যেমন [[মস্তিষ্ক|মস্তিষ্কে]] রক্ত সরবরাহ নিশ্চিত হয়। খাবার পরে (postprandial) হাইপোটেনশন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকরিতার অভাব কিংবা বয়সের কারণে হতে পারে।
৫৮ নং লাইন:
মধ্যবর্তী টার্মের চিকিৎসা
*ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা
*[[স্টেরয়েড]] সাপোর্ট
*দ্রুত পুষ্টি প্রদান করা (ইলিয়াস (ileus) প্রতিরোধ করতে)