নিযামুল মুলক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
জে আহমেদ (আলোচনা | অবদান)
এখানে কিছু বাংলা বানান ভুল ছিল আমি সেগুলো সংশোধন করেছি ।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৭ নং লাইন:
উজিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উচ্চশিক্ষার জন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। এগুলোর মধ্যে [[নিজামিয়া]] অন্যতম। এগুলো তার নামে নামকরণ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউরোপে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বসূরি ও আদর্শরূপে পরিণত হয়।
 
রাজত্বের উপর লিখিত তার [[সিয়াসাতনামা]] গ্রন্থটির জন্যও তিনি খ্যাত। ''দাস্তুর আল-উজারা'' নামক বইটিও তিনি লেখেন। এটি তিনি তার পুত্র আবুলফাতেহ ফখর-উল-মালেকের জন্য জন্য লেখেন। বইটি বিখ্যাত গ্রন্থ [[কাবুস নামা|কাবুস নামার]] মতই।
 
৪৮৫ হিজরির ১০ রমজান (১৪ অক্টোবর ১০৯২ খ্রিষ্টাব্দ) [[এসফাহন|ইসফাহান]] থেকে [[বাগদাদ]] যাওয়ার পথে আততায়ীর হাতে তিনি নিহত হন। বিভিন্ন মৌলিক সূত্রমতে [[হাশাশিন|হাশাশিনরা]] তাকে হত্যা করে। ঘাতক [[দরবেশ|দরবেশের]] ছদ্মবেশে তার দিকে অগ্রসর হয়।<ref>Waterson, James, ''The Ismaili Assassins. A history of medieval murder'' (Yorkshire, 2008) 79</ref>