বাপ্পী লাহিড়ী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৯ নং লাইন:
বাপ্পী লাহিড়ি ১৯ বছর বয়সে [[বোম্বে|মুম্বাইয়ে]] স্থানান্তরিত হন। ১৯৭৩ সালে হিন্দী ভাষায় নির্মিত ''নানহা শিকারী'' ছবিতে তিনি প্রথম গীত রচনা করেন। এরপর তাহির হুসেনের ''জখমী'' (১৯৭৫) চলচ্চিত্রে কাজ করেন। এতে তিনি গীত রচনাসহ গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন। ''অসম্ভব কিছু নয়'' শিরোনামে [[মোহাম্মদ রফি]] এবং [[কিশোর কুমার|কিশোর কুমারের]] সঙ্গেও দ্বৈত সঙ্গীতে অংশ নেন। তার পরের চলচ্চিত্র হিসেবে ''চালতে চালতে'' ছবিটির গানও দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের ''সুরক্ষা'' ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান।
 
মিঠুন চক্রবর্তী'র ডিস্কো নাচের চলচ্চিত্রগুলোতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৮০'র দশকে [[মিঠুন চক্রবর্তী]] এবং বাপ্পী ল্যাহড়ীলাহিড়ী একসাথে বেশ কিছু ভারতীয় ডিস্কো চলচ্চিত্রে কাজ করেন। এছাড়াও, তিনি দক্ষিণ ভারত থেকে পরিচালিত অনেক হিন্দী চলচ্চিত্রের গানে অংশ নিয়েছেন। সমগ্র ভারতবর্ষে তিনি নিজেকে ''''ডিস্কো কিং'''' নামে পরিচিতি লাভে সমর্থ হন।{{তথ্যসূত্র প্রয়োজন|date=}}
 
বাপ্পী ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে ১৯৯০'র দশকে দূরে সরে যান। প্রকাশ মেহরা'র 'দালাল' ছবিতে স্বল্প সময়ের জন্য ফিরে আসেন।