স্যান ডিয়েগো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা হালনাগাদ
Sajeeb16 (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
৯২ নং লাইন:
|footnotes =
}}
'''স্যান ডিয়েগো''' (San Diego; ({{IPAc-en|ˌ|s|æ|n|_|d|i|ˈ|eɪ|ɡ|oʊ}}) [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[ক্যালিফোর্নিয়া]] অঙ্গরাজ্যের একটি নগরী। এটি ক্যালিফোর্নিয়ার দক্ষিণভাগে, লস অ্যাঞ্জেলেস নগরী থেকে ১২০ মাইল দক্ষিণে, [[প্রশান্ত মহাসাগর|প্রশান্ত মহাসাগরের]] উপকূলে ও মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে অবস্থিত। ২০২০ খ্রিস্টাব্দে নগরীটির জনসংখ্যা ছিল ১৩ লক্ষ ৮৬ হাজারের কিছু বেশি; জনসংখ্যার বিচারে এটি ক্যালিফোর্নিয়ার ২য় বৃহত্তম ([[লস অ্যাঞ্জেলেস|লস অ্যাঞ্জেলেসের]] পরেই) এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ৮ম বৃহত্তম নগরী। নগরীটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম সর্বোচ্চ জনবহুল কাউন্টি (২০১৯ খ্রিস্টাব্দের হিসাবে ৩৩ লক্ষ ৩৮ হাজার অধিবাসীবিশিষ্ট) স্যান ডিয়েগো কাউন্টির প্রশাসনিক কেন্দ্র। স্যান ডিয়েগো নগরীটি বেশ কিছু কারণে সুখ্যাত, যাদের মধ্যে রয়েছে বছরব্যাপী মৃদু জলবায়ু, প্রাকৃতিক গভীর জলের পোতাশ্রয়, বিস্তৃত সমুদ্র সৈকত, বিশাল বিশাল নগর উদ্যান, মার্কিন নৌবাহিনী ও মেরিন কোরের সাথে দীর্ঘকালীন সংশ্লিষ্টতা। [[ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগো]] (ইউসিএসডি) এবং [[ইউসিএসডি মেডিক্যাল সেন্টার|ইউসিএসডি মেডিক্যাল সেন্টারের]] সহায়তায় সাম্প্রতিককালে এই অঞ্চলটি একটি স্বাস্থ্যসেবা ও [[জৈবপ্রযুক্তি]] গবেষণা কেন্দ্র হিসেবে উদয়লাভ করেছে।
 
স্যান ডিয়েগো এখন যেখানে অবস্থিত, সেখানে ঐতিহাসিকভাবে কুমেইয়াই নামক আদিবাসী আমেরিকীয় জাতির বাস ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রথম যে স্থানটিতে ইউরোপীয়রা ভ্রমণ করে ও বসতি স্থাপন করে, তা ছিল এই স্যান ডিয়েগো; তাই এটিকে প্রায়শই "ক্যালিফোর্নিয়ার জন্মস্থান" হিসেবে উল্লেখ করা হয়।<ref>{{cite book|last=McGrew|first=Clarence Alan|url=https://archive.org/details/citysandiegoand00socigoog|title=City of San Diego and San Diego County: the birthplace of California|publisher=American Historical Society|year=1922|access-date=July 23, 2011}}</ref> ১৫৪২ খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক [[হুয়ান রোদ্রিগেজ কাব্রিইয়ো]] স্পেনের জন্য এলাকাটি দাবী করেন, ফলে এর দুইশত বছর পরে এখানে স্পেনের আলতা কালিফোর্নিয়া উপনিবেশটির গোড়াপত্তন স্থাপিত হয়। ১৭৬৯ সালে এখানে স্থাপিত প্রেসিদিও দে সান দিয়েগো এবং মিসিওন সান দিয়েগো দে আলকালা ছিল বর্তমান ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রথম ইউরোপীয় বসতি। ১৮২১ সালে স্যান ডিয়েগো নবঘোষিত প্রথম মেক্সিকান সাম্রাজ্যের একটি অংশে পরিণত হয়, যা দুই বছর পরে সংস্কারলাভ করে মেক্সিকান প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। ১৮৪৮ সালে মেক্সিকান-মার্কিন যুদ্ধশেষে ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অংশে পরিণত হয় এবং ১৮৫০ সালে ক্যালিফোর্নিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দান করা হয়।