ইংরেজি সাহিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
Nahfidul Hasan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[File:Beowulf Cotton MS Vitellius A XV f. 132r.jpg|thumb|''বেওউল্ফ'' এর প্রথম পৃষ্ঠা]]
<blockquote>এই নিবন্ধটি সামগ্রিক ইংরেজি সাহিত্য-সম্পর্কিত। তাই [[ইংল্যান্ড]], [[স্কটল্যান্ড]], সমগ্র [[আয়ারল্যান্ড]] ও [[ওয়েলস|ওয়েলসের]] সাহিত্য সমেত [[মার্কিন যুক্তরাষ্ট্র]] ও পূর্বতন [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ উপনিবেশগুলির]] সাহিত্যও এই নিবন্ধের অন্তর্ভুক্ত হয়েছে। অবশ্য [[ঊনবিংশ শতাব্দী]] পর্যন্ত এই নিবন্ধের বিষয়বস্তু [[যুক্তরাজ্য|ব্রিটেন]] ও [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] সাহিত্য।</blockquote>
'''ইংরেজি সাহিত্য''' বলতে বোঝায় [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] রচিত সাহিত্য।
'''ইংরেজি সাহিত্য''' বলতে বোঝায় [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] রচিত সাহিত্য। এই সাহিত্যধারার সূচনা ঘটেছিল খ্রিস্টীয় ৮ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে রচিত [[মহাকাব্য]]''[[বেওউল্‌ফ]]''-এর মাধ্যমে।<ref>Chase, Colin. (1997). ''The dating of 'Beowulf'' ''. pp. 9–22. University of Toronto Press</ref> এই কাব্যটি [[স্ক্যান্ডিনেভিয়া]] অঞ্চলের পটভূমিতে রচিত হলেও ইংল্যান্ডের [[জাতীয় মহাকাব্য|জাতীয় মহাকাব্যের]] স্বীকৃতি পায়। ইংরেজি সাহিত্যের পরবর্তী উল্লেখযোগ্য কীর্তি হল কবি [[জিওফ্রে চসার|জিওফ্রে চসারের]] (১৩৪৩-১৪০০) রচনাবলী; বিশেষত ''[[দ্য ক্যান্টারবেরি টেলস]]''। [[রেনেসাঁ|রেনেসাঁর]] যুগে, বিশেষত ১৬শ শতাব্দীর শেষভাগে ও ১৭শ শতাব্দীর প্রথম ভাগে, [[উইলিয়াম শেকসপিয়র]], [[বেন জনসন]], [[জন ডান]] সহ অন্যান্য কবি ও নাট্যকারেরা ছিলেন ওই সময়ের প্রধান কাব্য ও নাট্যসাহিত্যের রচয়িতা। ১৭শ শতাব্দীর শেষ ভাগে অপর এক বিখ্যাত কবি [[জন মিলটন]] (১৬০৮-৭৪) রচনা করেছিলেন মহাকাব্য ''[[প্যারাডাইস লস্ট]]'' (১৬৬৭)। ১৭শ শতাব্দীর শেষ ভাগে ও ১৮শ শতাব্দীর প্রথম ভাগটি ছিল ব্যঙ্গসাহিত্যের যুগ। এই যুগেই [[জন ড্রাইডেন]] ও [[আলেকজান্ডার পোপ|আলেকজান্ডার পোপের]] কাব্য ও [[জোনাথন সুইফট|জনাথন সুইফটের]] গদ্যরচনাগুলি রচিত হয়েছিল। ১৮শ শতাব্দীতেই [[ড্যানিয়েল ডিফো]], [[স্যামুয়েল রিচার্ডসন]] ও [[হেনরি ফিল্ডিং|হেনরি ফিল্ডিংয়ের]] রচনার মাধ্যমে ইংরেজি সাহিত্যে উপন্যাস সাহিত্যের সূচনা ঘটে। অন্যদিকে ১৮শ শতাব্দীর শেষভাগে ও ১৯শ শতাব্দীর প্রথম ভাগে [[রোম্যান্টিক কবি]] [[উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ]], [[স্যামুয়েল টেলর কোলরিজ]], [[পার্সি বিশি শেলি]], [[লর্ড বায়রন]] ও [[জন কিটস|জন কিটসের]] উত্থান ঘটে।
 
'''ইংরেজি সাহিত্য''' বলতে বোঝায় [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] রচিত সাহিত্য। এই সাহিত্যধারার সূচনা ঘটেছিল খ্রিস্টীয় ৮ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে রচিত [[মহাকাব্য]]''[[বেওউল্‌ফ]]''-এর মাধ্যমে।<ref>Chase, Colin. (1997). ''The dating of 'Beowulf'' ''. pp. 9–22. University of Toronto Press</ref> এই কাব্যটি [[স্ক্যান্ডিনেভিয়া]] অঞ্চলের পটভূমিতে রচিত হলেও ইংল্যান্ডের [[জাতীয় মহাকাব্য|জাতীয় মহাকাব্যের]] স্বীকৃতি পায়। ইংরেজি সাহিত্যের পরবর্তী উল্লেখযোগ্য কীর্তি হল কবি [[জিওফ্রে চসার|জিওফ্রে চসারের]] (১৩৪৩-১৪০০) রচনাবলী; বিশেষত ''[[দ্য ক্যান্টারবেরি টেলস]]''। [[রেনেসাঁ|রেনেসাঁর]] যুগে, বিশেষত ১৬শ শতাব্দীর শেষভাগে ও ১৭শ শতাব্দীর প্রথম ভাগে, [[উইলিয়াম শেকসপিয়র]], [[বেন জনসন]], [[জন ডান]] সহ অন্যান্য কবি ও নাট্যকারেরা ছিলেন ওই সময়ের প্রধান কাব্য ও নাট্যসাহিত্যের রচয়িতা। ১৭শ শতাব্দীর শেষ ভাগে অপর এক বিখ্যাত কবি [[জন মিলটন]] (১৬০৮-৭৪) রচনা করেছিলেন মহাকাব্য ''[[প্যারাডাইস লস্ট]]'' (১৬৬৭)। ১৭শ শতাব্দীর শেষ ভাগে ও ১৮শ শতাব্দীর প্রথম ভাগটি ছিল ব্যঙ্গসাহিত্যের যুগ। এই যুগেই [[জন ড্রাইডেন]] ও [[আলেকজান্ডার পোপ|আলেকজান্ডার পোপের]] কাব্য ও [[জোনাথন সুইফট|জনাথন সুইফটের]] গদ্যরচনাগুলি রচিত হয়েছিল। ১৮শ শতাব্দীতেই [[ড্যানিয়েল ডিফো]], [[স্যামুয়েল রিচার্ডসন]] ও [[হেনরি ফিল্ডিং|হেনরি ফিল্ডিংয়ের]] রচনার মাধ্যমে ইংরেজি সাহিত্যে উপন্যাস সাহিত্যের সূচনা ঘটে। অন্যদিকে ১৮শ শতাব্দীর শেষভাগে ও ১৯শ শতাব্দীর প্রথম ভাগে [[রোম্যান্টিক কবি]] [[উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ]], [[স্যামুয়েল টেলর কোলরিজ]], [[পার্সি বিশি শেলি]], [[লর্ড বায়রন]] ও [[জন কিটস|জন কিটসের]] উত্থান ঘটে।
 
[[ভিক্টোরীয় যুগ|ভিক্টোরীয় যুগে]] (১৮৩৭-১৯০১) উপন্যাস ইংরেজি সাহিত্যের প্রধান বিভাগ হয়ে ওঠে।{{Sfn | Davies | 1990 | p = 93}} এই সময়কার প্রধান ঔপন্যাসিক ছিলেন [[চার্লস ডিকেন্স]]। অন্যান্য গুরুত্বপূর্ণ [[ব্রন্টি পরিবার|ব্রন্টি]] ভগিনীগণ ও [[টমাস হার্ডি]]। ১৯শ শতাব্দীর শেষ ভাগে এঁরাই ছিলেন ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব। ১৯শ শতাব্দীতেই আমেরিকান সাহিত্যের শ্রেষ্ঠ কীর্তিগুলি রচিত হতে শুরু করে। এই সময়কার আমেরিকান সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ''[[মবি ডিক]]'' উপন্যাসের রচয়িতা ঔপন্যাসিক [[হারমান মেলভিল]], কবি [[ওয়াল্ট হুইটম্যান]] ও [[এমিলি ডিকিনসন]]। ১৯শ শতাব্দীর শেষভাগে ও ২০শ শতাব্দীর গোড়ার দিকে প্রধান আমেরিকান ঔপন্যাসিকদের মধ্যে উল্লেখযোগ্য [[হেনরি জেমস]]। অন্যদিকে ২০শ শতাব্দীর প্রথম দুই দশকের একজন বিশিষ্ট ব্রিটিশ সাহিত্যিক হলেন পোলিশ-বংশোদ্ভুত [[জোসেফ কনরাড]]।
৭ ⟶ ৯ নং লাইন:
২০শ শতাব্দীতে আইরিশ লেখকরা বিশেষ গুরুত্বপূর্ণ। এঁদের মধ্যে উল্লেখযোগ্য [[আধুনিকতাবাদ]] আন্দোলনের দুই কেন্দ্রীয় চরিত্র [[জেমস জয়েস]] ও [[স্যামুয়েল বেকেট]]। আমেরিকান আধুনিকতাবাদী সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য কবি [[টি এস এলিয়ট|টি. এস. এলিয়ট]] ও [[এজরা পাউন্ড]] এবং ঔপন্যাসিক [[উইলিয়াম ফকনার]]। ২০শ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ [[কমনওয়েলথ|কমনওয়েলথের]] বিভিন্ন রাষ্ট্রে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু হয়। এই সব দেশের অনেক সাহিত্যিক সাহিত্যে নোবেল পুরস্কারও লাভ করেন। ২০শ ও ২১শ শতাব্দীর অনেক প্রধান সাহিত্যিকই [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] বাইরের অধিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সাহিত্যের বিভিন্ন দিকগুলিকে [[উত্তর-আধুনিক]] সাহিত্য হিসেবে চিহ্নিত করা শুরু হয়।
 
'''<big>এলিজাবেথ যুগ (১৫৫৮-১৬০৩)</big>'''
 
কবিতা
 
এডমন্ড স্পেনসার(১৫৫২-৯৯) ছিলেন এলিজাবেথ যুগের একজন গুরুত্বপূর্ণ কবি।তিনি টুড্রো শাসন আমল ও এলিজাবেথ-১ কে নিয়ে ফেইরি কুইন (১৫৯০ এবং ১৫৯৬) নামে রূপকধর্মী মহাকাব্য রচনা করেন। আরও একজন গুরুত্বপূর্ণ কবি হলেন স্যার ফিলিপ সিডনি (১৫৫৪-৮৬) যিনি অ্যাস্টফেল এন্ড স্টেলা, দি ডিফেন্স অব পোয়েট্রি এবং দি কাউন্সেট অব পেমব্রোক’স আর্কেডিয়া সহ বিভিন্ন কবিতা লেখেন।
 
==প্রাচীন ইংরেজি সাহিত্য==
{{মূল নিবন্ধ|প্রাচীন ইংরেজি সাহিত্য}}
প্রাচীন ইংরেজি সাহিত্যে, বা এংলো স্যাক্সন সাহিত্য, স্যাক্সন এবং ইংল্যান্ডে অন্যান্য জার্মানিক উপজাতিদের নিষ্পত্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যে এংলো স্যাক্সন ইংল্যান্ডে প্রাচীন ইংরেজিতে লেখা জীবিত সাহিত্য। এ সময় ব্রিটিশ দ্বীপপুঞ্জে ধীরে ধীরে খ্রীষ্টধর্মের অনুপ্রবেশ ঘটে এবং [[কেল্টিক]] [[ড্রুইড]] পুরোহিতদের আধিপত্য শেষ হয়। প্রাচীন যুগের সাহিত্যের মধ্যে অন্যতম হলো [[বিউলফ]], [[কিনেউলফ]], [[দি রুইন]], [[দি ওয়ান্ডারার]], [[দি সী ফেয়ারার]] প্রভৃতি। <ref>''ইংরাজী সাহিত্যের ইতিহাস'', ডঃ শীতল ঘোষ।</ref>
 
'''<big>==এলিজাবেথ যুগ (১৫৫৮-১৬০৩)</big>'''==
 
===কবিতা===
 
এডমন্ড স্পেনসার(১৫৫২-৯৯) ছিলেন এলিজাবেথ যুগের একজন গুরুত্বপূর্ণ কবি।তিনি টুড্রো শাসন আমল ও এলিজাবেথ-১ কে নিয়ে ফেইরি কুইন (১৫৯০ এবং ১৫৯৬) নামে রূপকধর্মী মহাকাব্য রচনা করেন। আরও একজন গুরুত্বপূর্ণ কবি হলেন স্যার ফিলিপ সিডনি (১৫৫৪-৮৬) যিনি অ্যাস্টফেল এন্ড স্টেলা, দি ডিফেন্স অব পোয়েট্রি এবং দি কাউন্সেট অব পেমব্রোক’স আর্কেডিয়া সহ বিভিন্ন কবিতা লেখেন।
 
== আরও দেখুন ==