দৃষ্টিগত প্রত্যক্ষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen দৃশ্যগত প্রত্যক্ষণ কে দৃষ্টিগত প্রত্যক্ষণ শিরোনামে স্থানান্তর করেছেন: সঠিকতর পরিভাষার শিরোনামে স্থানান্তর
Zaheen (আলোচনা | অবদান)
বিকল্প নামের উল্লেখ
১ নং লাইন:
{{উৎসহীন|date=অক্টোবর ২০১৯}}
[[Image:Eye Line of sight.jpg|thumb|[[লিওনার্দো দা ভিঞ্চি]] : চোখের একটি কেন্দ্রীয় রেখা রয়েছে এবং সবকিছু যা চোখে পৌঁছে এই মধ্য রেখার মাধ্যমে স্বতন্ত্র্ভাবে দেখা যাবে।]]
'''দৃষ্টিগত প্রত্যক্ষণ''' হল পরিবেশের বস্তু দ্বারা প্রতিফলিত ও দৃশ্যমান বর্ণালীতে অবস্থিত আলোর ব্যবহার করে পারিপার্শ্বিক পরিবেশকে ব্যাখ্যা দান করার ক্ষমতা। এ উদ্দেশ্যে [[উজ্জ্বল আলোয় দর্শনশক্তি]] (বা দিনের আলোয় দেখার ক্ষমতা), [[তিমির দর্শনশক্তি]] (রাত্রিবেলায় বা অন্ধকারে দেখার ক্ষমতা), [[মৃদু আলোয় দর্শনশক্তি]] (যেমন প্রত্যুষে বা গোধূলিকালে দেখার ক্ষমতা), [[বর্ণ দর্শনশক্তি]] (রঙ দেখার ক্ষমতা), ইত্যাদি ক্ষমতাগুলিকে কাজে লাগানো হয়। দৃষ্টিগত প্রত্যক্ষণকে দৃষ্টি, দর্শন, দৃক্‌শক্তি, দৃষ্টিশক্তি, দর্শনশক্তি, চাক্ষুষ উপলব্ধি, ইত্যাদি নামেও ডাকা হতে পারে।
 
দৃষ্টিশক্তির সাথে জড়িত বিভিন্ন শারীরবৃত্তীয় উপাদানকে সম্মিলিতভাবে দৃষ্টিতন্ত্র (Visual system) হিসেবে উল্লেখ করা হয়। [[ভাষাবিজ্ঞান]] , [[মনোবিজ্ঞান]] , [[সংজ্ঞানাত্মক বিজ্ঞান]], [[স্নায়ুবিজ্ঞান]] ও [[আণবিক জীববিজ্ঞান|আণবিক জীববিজ্ঞানের]] এগুলির উপরে বহু বিভিন্ন ধরনের গবেষণা চালানো হয়। এগুলিকে কখনও কখনও সম্মিলিতভাবে [[দৃষ্টি বিজ্ঞান]] হিসাবে উল্লেখ করা হয়।