রবার্ট লিন্ডসে (সিলেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
৪৮ নং লাইন:
 
তার আত্মজীবনীমূলক বইয়ের ৭ম অধ্যায়ে তিনি [[শাহী ঈদগাহ, সিলেট|সিলেট শাহী ঈদগাহে]] ১৭৮২ সালের সিলেট বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। তার শাসনামলে, তিনি ১৭৮৬ সালে রাধারামের বিদ্রোহকে সফলভাবে দমন করেন।<ref>{{cite journal|last=Bhattacharjee|first=J.B.|date=2005|title=Revolt of Nawab Radharam (1786)|journal=Proceedings of North East India History Association|volume=26|pages=177–78|publisher=Gauhati University}}</ref> অল্প সময়ের মধ্যে জন উইলসের পরেই লিন্ডসে সিলেটের কালেক্টর হিসেবে হিন্ডম্যান কর্তৃক স্থলাভিষিক্ত হন।
===ব্রিটেনে প্রত্যাবর্তন===
আসাম ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স ১০ম খন্ড অনুসারে, লিন্ডসে "ব্যবসায় খুবই আগ্রহী ছিলেন, এবং তার সম্পদের উৎসের কথা বেশিরভাগই কাব্যিক ভাষায় বর্ণনা করেছেন। 'চুনাম বা [[চুনাপাথর]] তাড়াতাড়ি স্রোতের দ্বারা খসে পড়ে। পার্শ্ববর্তী অঞ্চলের উচুঁ খিরিখাত দিয়ে বিশালাকার ঝরণার প্রবাহ পারিপার্শ্বিক দৃশ্যাবলীকে সম্পূর্ণরূপে নজরকাড়া করে তুলেছিল। পর্বতটি বিশুদ্ধতম অ্যালাবাস্টার চুনের সমন্বয়ে গঠিত ছিল যা সমগ্র বিশ্বের সরবরাহের সমান পরিমাণ শুধু এখানেই উপস্থিত'।"<ref name="gazetteervol10"/> যদিও লিন্ডসে খাসিয়া প্রধানদের কারণে অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়েন, কিন্তু নিঃসন্দেহে তিনি সিলেটে যে সম্পদ আহরণ করেছিলেন তাতে চুন অনেকাংশে অবদান রেখেছিল।<ref>Allen, p. 15</ref>
 
[[যুক্তরাজ্য|যুক্তরাজ্যে]] ফিরে আসার পর, লিন্ডসে তার ভাই বালকারেসের ৬ষ্ঠ আর্ল, আলেকজান্ডার লিন্ডসের কাছ থেকে স্কটল্যান্ডে বালকারেস হাউসের বিশাল সম্পত্তি ক্রয় করেন, বাংলায় যে সম্পদ অর্জন করেন তা দিয়ে। তিনি ১৮৩৬ সালে মারা যান।<ref name="banglapedia"/>
 
{{s-start}}
{{s-off}}
{{s-bef|before=হল্যান্ড}}
{{s-ttl|title=সুপারিনটেনডেন্ট অব সিলেট|years=১৭৭৮–১৭৮৭}}
{{s-aft|after=''অবলুপ্ত পদবী''}}
|-
{{s-bef|before=''নতুন পদবী''}}
{{s-ttl|title=কালেক্টর অব সিলেট|years=১৭৮৭-১৭৯০}}
{{s-aft|after=হিন্ডম্যান}}
{{s-end}}
 
==তথ্যসূত্র==