উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কামাল উদ্দিন (অধ্যাপক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কামাল উদ্দিন (অধ্যাপক)-এর অপসারণের বিতর্ক পাতা তৈরি করা হল
 
৫ নং লাইন:
:({{উৎস খুঁজুন|কামাল উদ্দিন (অধ্যাপক)}})
পাতাটিতে উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব / অধ্যাপক হিসেবে উল্লেখযোগ্য কোনো গবেষণাকর্ম বা উচ্চশিক্ষায়তনিক পুরষ্কারের উল্লেখ নেই। উচ্চশিক্ষায়তনিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদেও নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নন। উইকিপিডিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ হিসেবে উপাচার্যগণের নামে পাতা তৈরি হলেও শুধু ‘উপ-উপাচার্য’ পদধারী হওয়ার কারণে পাতা তৈরি হওয়ার রীতি দেখা যায় না। এছাড়া উল্লিখিত সূত্রসমূহে তেমন কোনো তাৎপর্যপূর্ণ প্রচারও নেই। তাই সার্বিক বিবেচনায় উল্লেখযোগ্য নন বিধায় অপসারণের জন্য মনোনয়ন দিলাম। [[ব্যবহারকারী:Factcheckerhuman|Factcheckerhuman]] ([[ব্যবহারকারী আলাপ:Factcheckerhuman|আলাপ]]) ১৬:৫৭, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
 
:@[[ব্যবহারকারী:Factcheckerhuman|Factcheckerhuman]] এরকম রীতি দেখা-নাদেখা নিবন্ধের নামদণ্ড নয়। তবে উপ-উপাচার্যের নামেও পাতা আছে, দেখুন, [[রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা|রাবি]], [https://bn.wikipedia.org/w/index.php?search=%E0%A6%89%E0%A6%AA-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF&title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8&profile=advanced&fulltext=1&ns0=1 এইখানে দেখুন]। আপনি যেভাবে ধারণা করছেন, উপ-উপাচার্যগন উল্লেখযোগ্য নন, এটা আসলে সত্য নয়। উপ-উপাচার্যদের সম্পর্কে ভালো তথ্যসূত্র পাওয়া গেলে, ভালো গবেষণাপত্র (জার্নাল বা বই) পাওয়া গেলে তারা উল্লেখযোগ্য হবেন। যেমনঃ আপনার উদ্বেগের নিবন্ধ [[মোঃ শাহিনুর রহমান]] বা [[এম ওয়াজেদ আলী]] এগুলো উল্লেখযোগ্য হতে বাঁধা নেই। কারণে সেখানে [[WP:RS]] রয়েছে, উল্লেখযোগ্য গবেষণাপত্র বই রয়েছে।
:আপনি [[WP:ACADEMIC]] পাতাটি সম্পূর্ণ পড়ুন, শুধু উপাচার্য বা উপ-উপাচার্যের পাতাই যে নীতিমালায় উত্তীর্ণ তা নয়। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অনায়সেই নীতিমালায় উত্তীর্ণ হোন, (১) যদি তার উল্লেখযোগ্য গবেষণাকর্ম থাকে, বা শিক্ষায়তনিকে যথেষ্ট প্রভাব রাখেন, বা (২) তারা এমন বই লিখে থাকেন, যে বইগুলো দুই বা তথাধিক বিভাগ বা অনুষদে পড়ানো হয়। (৩) বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য কোন জার্নালের প্রধান সম্পাদক হয়ে থাকেন। এসবের '''যেকোন একটি শর্ত''' মানলে তারা উল্লেখযোগ্য হবেন।
:অনুরোধ থাকবে, [[WP:ACADEMIC]] পাতাটি সম্পূর্ণ পড়ুন, কারণ আপনি এটা নিয়ে কাজ করছেন। এখন আমি আমার [[উইকিপিডিয়া:সাধারণ জ্ঞান|কমন-সেন্স]] থেকে বলি, দেশের প্রথম শ্রেণীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর উপ-উপাচার্যদের '''উল্লেখযোগ্য''' বলা যেতে পারে, যদি [[WP:RS|তাৎপর্যপূর্ণ উৎস]] পাওয়া যায়। <small>(এই নিবন্ধের ব্যপারে বলি হয়তো ভালো উৎস অনলাইনে পাওয়া যাচ্ছেনা, কিন্তু অনলাইন/অফলাইনে খুঁজলে হয়তো পাওয়া যেত), তবে বিবেচনাধীনভাবে আমার মতামত নিবন্ধটা {{রাখুন}}।</small>। -- '''[[ব্যবহারকারী:Prodipto Deloar|Prodipto Deloar]]''' ([[ব্যবহারকারী আলাপ:Prodipto Deloar|আলাপ]] • [[বিশেষ:অবদান/Prodipto Deloar|অবদান]] • [[বিশেষ:লগ/Prodipto Deloar|লগ]]) ০৪:১৬, ২৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)