উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৩ নং লাইন:
:::::প্রথম পাতায় বাংলাদেশ নিবন্ধ দেখা যেমন বাংলাদেশের সম্পাদকদের কাছে আবেগপ্রবণ ব্যাপার (বাংলাদেশ অনেক দিনই প্রথম পাতায় ছিল), প্রথম পাতায় ভারত নিবন্ধ দেখাও ভারতীয় পাঠক ও সম্পাদকদের কাছে অনুপ্রেরণাদায়ক। ১লা জানুয়ারির মধ্যে যদি major issues-এ মতৈক্য হয়ে যায়, তাহলে একে নির্বাচিত নিবন্ধ করে দিয়ে minor edits পরেও করা যেতে পারে।---[[User: Dr.saptarshi|সপ্তর্ষি]]<sup>([[User talk:Dr.saptarshi|আলাপ]] | [[Special:Contributions/Dr.saptarshi|অবদান]])</sup> ১৭:৪১, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
:::::রাগিব ভাইয়ের সঙ্গে কথা বলে ২৬ তারিখের বদলে ১ জানুয়ারি টার্গেট ধরা হয়েছে। তাছাড়া সম্পাদনা যে কোনো সময়ে চলতেই পারে। আমি কাউকে বারণ করিনি, বাধাও দিই নি। বরং আমার সঙ্গে যাঁরা এই নিবন্ধে কাজ করেছেন, প্রত্যেকের প্রত্যেকটি বক্তব্য শুনেছি, পরামর্শ মেনেছি। কিন্তু দুঃখের বিষয় ফয়জুল সাহেবের কিছু (আবারও বলছি, কিছু; সব নয়) পরিবর্তন ও পরামর্শ আমার চোখে অত্যন্ত বিসদৃশ ও বিভ্রান্তিকর ঠেকেছে বলে, ওঁকে কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিতে বাধ্য হয়েছি। বেলায়েত ভাইয়ের মনে হয়েছে আমি সেগুলিকে নেতিবাচক মনে করে করেছি - এটাই আমার কাছে দুঃখের কথা। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৭:৪৭, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
:::::::ভরতকে নিয়ে নিবন্ধপৃষ্ঠা অবিলম্বে তৈরি করে দেবো। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
 
প্রয়োজনীয় সম্পাদনায় এখানে <u>মোটেও বাধা দেওয়া হচ্ছে না</u>। বরং বারবার উৎসাহিত করা হচ্ছে। ফয়জুলভাই ইতিপূর্বে অর্থনীতি অংশে তথ্য হালনাগাদসহ কিছু পরামর্শ দিয়েছিলেন, যা মানা হয়েছে। তিনি কিছু সম্পাদনাও করেছেন। আসলে আমার মনে হয়, এখানে এই বিভ্রান্তির সৃষ্টির কারণ দুই বাংলার বাংলা ভাষা সংক্রান্ত প্রচলন ও নিয়মের কিছু বিভেদ। এই ব্যাপারটা আমার মতে সহজেই এড়ানো যায় নিবন্ধের শুরুর দিকে এটি নোটিশ দিয়ে। ইংরেজি উইকিতে দেখেছি কিছু নিবন্ধের ওপর লেখা থাকে যে, এই নিবন্ধে ব্রিটিশ বা অ্যামেরিকান ইংরেজি অনুসৃত হয়েছে। তেমনি আমরা লিখে দিতে এই নিবন্ধে পশ্চিম বাংলা আকাদেমির ভাষারীতি ও পরিভাষা ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অনেক ঝামেলা থেকেই মুক্ত পাবো। যেমন, মুম্বই নিবন্ধে কেউ ভুল মনে করে মুম্বাইয়ে সংশোধন করতে চিন্তা করবে। একই কথা আগাস্ট/অগস্ট-এর ক্ষেত্রেও প্রযোজ্য। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১৬:৪৮, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
:এই প্রস্তাবটি তানভিরকে প্রশাসকদের আলোচনাসভায় উত্থাপন করতে অনুরোধ করব। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৭:৩১, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
ভাষারীতি নিয়ে তানভির ও অর্ণবের সঙ্গে আমি একমত।--~~
::তবুও প্রশাসকদের আলোচনাসভায় প্রসঙ্গটা তোলা হোক। আমাদের মত বিনিময়ের সুযোগ থাকবে। ভুল বোঝাবুঝি হবে না। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|talk]]) ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
 
=== [[অ্যাঞ্জেলিনা জোলি]] ===