বাক্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Arman Mostafiz (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Arman Mostafiz (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৮ নং লাইন:
ভাষার বিচারে বাক্যের এ গুণ তিনটি গুণ থাকা চাই। যথা:
 
#'''আকাঙ্ক্ষা:''' বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্যপদ শোনার যে ইচ্ছা তাই '''আকাঙ্ক্ষা'''। যেমন: ''চন্দ্র পৃথিবীর চারদিকে''- এইটুকু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না, আরও কিছু জানার ইচ্ছা থাকে। কিন্তু যদি বলা যায় ''চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে'', তবে বাক্যটি সম্পূর্ণ হবে। অর্থাৎ কোনো বাক্য শ্রবণ করে যদি বাক্যের উদ্দেশ্য বোঝা যায়,তাহলে বুঝতে হবে যে বাক্যটির আকাঙ্খাআকাঙ্ক্ষা গুণটি সম্পূর্ণ।
#'''আসত্তি'':''''' বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই '''আসত্তি'''। যেমন: ''কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত''। বাক্যটি ত্রুটিপূর্ণ। কিন্তু, ''কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে'', বাক্যটি আসত্তিসম্পন্ন।অর্থাৎ বাক্যের পদগুলো যদি এরুপ সজ্জিত থাকে যে বাক্যের সম্পূর্ণ অর্থ স্পষ্টভাবে বোঝা যায় ,তবে তার আসত্তি গুণটি সম্পূর্ণ।
#'''যোগ্যতা''': বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্দনেরমেলবন্ধনের নাম '''যোগ্যতা'''। যেমন: ''বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়'' বাক্যটি যোগ্যতা সম্পন্ন, কিন্তু ''বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়'' বললে বাক্যটি তার যোগ্যতা হারাবে।<ref>বাংলা ভাষার ব্যাকরণ
 
*মুনীর চৌধুরী
৩৭ নং লাইন:
|}
 
* '''দুর্বোধ্যতা :''' অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়।যেমন- তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ।(চাতুরি বা মায়া অর্থে ,কিন্তু বাংলা '''প্রপঞ্চ''' শবাদটিশব্দটি অপ্রচলিত)
* '''উপমার ভুল প্রয়োগ:''' ঠিকভাবে উপমা ব্যবহার না করলে যোগ্যতা হানি ঘটে।যেমন-
 
''আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।'' বীজ ক্ষেতে উপ্ত করা হয়, মন্দিরে নয়।কাজেই বাক্যটি হওয়া উচিত:''আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হইল।'' অথবা, ''আমার হৃদয-মন্দিরে আশার প্রদীপ জ্বলে উঠল।''
 
* '''বাহুল্য দোষ:''' প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে।যেমন- ''দেশের সব আলেমগণ রাই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন''।’আলেমগণ’ বহুবচনবাচক শব্দ।এর সঙ্গে ‘সব’ শব্দটি বাহুল্য দোষ করেছে।