বাংলাদেশ জাতীয় জাদুঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
চিত্র যোগ
৫২ নং লাইন:
 
[[চিত্র:Bangladesh National Museum southern side (01).jpg|thumb|left|জাদুঘর ভবনের দক্ষিণ অংশ]]
[[চিত্র:Sheetal Pati at Bangladesh National Museum, Dhaka.jpg|thumb|250px|left|বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি]]
 
== ইতিহাস ==
১৮৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ''"[[দ্য ঢাকা নিউজ]]"'' পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ১৯১৩ খ্রিস্টাব্দের [[মার্চ ২০|২০ মার্চ]] তৎকালীন সচিবালয়ে (বর্তমান ঢাকা মেডিক্যাল)-এ দুই হাজার রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু। বাংলার তৎকালীন গভর্নর [[লর্ড কারমাইকেল]] তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। ১৯১৩ খ্রিস্টাব্দের [[আগস্ট|৭ আগস্ট]] [[ঢাকা জাদুঘর|ঢাকা জাদুঘরের]] যাত্রা শুরু হয়। ১৯১৪ খ্রিস্টাব্দের [[আগস্ট ২৫|২৫ আগস্ট]] সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন [[কিউরেটর]] বা তত্ত্বাবধায়ক ছিলেন [[এন গুপ্ত]]। প্রথম কিউরেটর [[নলিনীকান্ত ভট্টশালী]] ১৯১৪ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে [[বঙ্গভঙ্গ]] রদের ক্ষতিপূরণ হিসেবে। শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয় ১৯৮৩ খ্রিস্টাব্দের [[নভেম্বর ১৭|১৭ নভেম্বর]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://archive.prothom-alo.com/detail/news/5587 |শিরোনাম=দৈনিক প্রথম আলো |সংগ্রহের-তারিখ=১২ জানুয়ারি ২০১৪ |আর্কাইভের-তারিখ=২১ এপ্রিল ২০১৪ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140421083856/http://archive.prothom-alo.com/detail/news/5587 |ইউআরএল-অবস্থা=অকার্যকর }}</ref> আট একর জমির ওপর নির্মিত চারতলা ভবনটির তিনটি তলা জুড়ে রয়েছে ৪৪টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি [[সৈয়দ মাইনুল হোসেন]]।