সত্যেন্দ্রনাথ মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন (ARR)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৬ নং লাইন:
==কর্মজীবন==
 
[[মহাত্মা গান্ধী|মহাত্মাজির]] আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে যোগদান করেন। [[চিত্তরঞ্জন দাশ|দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের]] সঙ্গে পরিচিত হন, সান্নিধ্যে এসে দেশবন্ধু সম্পাদিত "নারায়ণ " পত্রিকায় সাংবাদিকতার কাজে ব্রতী হন। ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা [[সুরেশচন্দ্র মজুমদার | সুরেশচন্দ্র মজুমদারের ]] সাথে পরিচয় ঘটে। তারই আহ্বানে ১৯২২ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার প্রকাশনার শুরু থেকেই সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯২৬ খ্রিস্টাব্দ হতে ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই জানুয়ারি পর্যন্ত [[আনন্দবাজার পত্রিকা| আনন্দবাজার পত্রিকার]] সম্পাদক ছিলেন। সম্পাদনার দায়িত্ব পাওয়ার পরই তিনি তার বাল্যসঙ্গী [[বঙ্কিমচন্দ্র সেন | বঙ্কিমচন্দ্র সেনকে]] সম্পাদকীয় বিভাগে নিয়ে আসেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে ২৪ শে নভেম্বর আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সাপ্তাহিক সাহিত্য পত্রিকা [[দেশ (পত্রিকা)|দেশ]] প্রকাশিত হলে তিনিই এর প্রথম সম্পাদক হন। <ref name="সাহিত্যসঙ্গী">শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, ''সংসদ বাংলা সাহিত্যসঙ্গী'', সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১০৩ {{আইএসবিএন|978-81-7955-007-9|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ }}</ref> পরে অবশ্য বঙ্কিমচন্দ্রই "দেশ" পত্রিকার সম্পাদনা করেন। এই সময়ে তিনি নির্ভীক ও তেজস্বী লেখনীর দ্বারা সংবাদপত্র জগতে বিশিষ্ট স্থান অধিকার করে নেন। স্বদেশানুরাগ ও জাতীয়তাবোধ জাগ্রত করার লক্ষ্যে সংবাদপত্রটিও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সম্পাদক হিসাবে তাঁকে নির্যাতন ভোগ করতে হয়। ১৯৩০ খ্রিস্টাব্দে "ভারতের মুক্তি সাধনা" শীর্ষক নিবন্ধ প্রকাশ ও জালিয়ানওয়ালাবাগ সম্পর্কিত লেখার জন্য ব্রিটিশ সরকার প্রথম আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করে। এভাবেই ১৯৩০ খ্রিস্টাব্দ হতেই স্বাদেশিকতার মূল্যস্বরূপ তিনি তিনবার কারাবরণ করেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে দু'মাসের জন্য [[সুভাষচন্দ্র বসু|সুভাষচন্দ্রের]] সঙ্গে সমগ্র উত্তর ভারত পরিভ্রমণে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার রচিত সম্পাদকীয়, বিশেষকরে রাশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলি সম্পর্কে জ্ঞানগর্ভ প্রবন্ধগুলি বিশেষ উল্লেখযোগ্য। ১৯৪১ খ্রিস্টাব্দে র পর তিনি 'স্বরাজ', 'সত্যযুগ', 'অরণি' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন। মহাযুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের গ্লোব সংবাদ-সরবরাহ প্রতিষ্ঠান শাখা অফিস খুললে তিনি তার প্রধান হন। ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি রাশিয়া ও ইউরোপ ভ্রমণে যান।
 
==সাহিত্যরচনা==