১৫ অক্টোবর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babuy2k (আলোচনা | অবদান)
লিঙ্ক যোগ
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* ১৫৮২-সালে ইতালি ও স্পেন [[গ্রেগরীয় বর্ষপঞ্জি|গ্রেগরীয় ক্যালেন্ডার]] বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।
*১৬৭৬ - ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।
*১৮১৫ - [[সেন্ট হেলেনা]] দ্বীপে সম্রাট [[নেপোলিয়ন]]-এর নির্বাসন জীবন শুরু।
*১৮৯৪ - ফরাসি গোলান্দাজ বাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড দারিফুসের বিচার রাজধানী [[প্যারিস|প্যারিসে]] শুরু হয়। গোয়েন্দাবৃত্তির অভিযোগে তাকে যাবজ্জীবনের কারাদন্ড দেওয়া হয় এবং ফ্রান্স গিনির অন্তর্ভুক্ত ডেভিসল আইল্যান্ডে তাকে নির্জন কারাবাসে পাঠানো হয়।
*১৯১৭-সালে জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যাশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়।
*১৯৪৫-সালে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর হয়।
*১৯৪৬ - জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।
*১৯৪৬ - ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে তিনি আত্মহত্যা করেন।
*১৯৬৪-সালে চীনের প্রথম [[পারমাণবিক অস্ত্র|পারমাণবিক বোমা]] পরীক্ষা হয়।
*১৯৬৪-সালে রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টির ক্ষমতায় আসে।
*১৯৬৪-সালে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত।
*১৯৬৯-সালে সোমালিয়ার[[সোমালিয়া]]<nowiki/>র প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত।
*১৯৮৫ - [[ঢাকা বিশ্ববিদ্যালয়েরবিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]]<nowiki/>র জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলো। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।
*১৯৮৫ - সোভিয়েত প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কারণীতি ‘পেরেস্ত্রইকা (পুনর্গঠন)’ ঘোষণা করেন।
*১৯৮৬ - লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন।