আলাপ:কেউটে সাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
৯ নং লাইন:
 
:বাংলা একাডেমী'র বাংলা অভিধানে কেউটেকে বলেছে cobra, যার বাংলা গোখরা, সুতরাং কেউটে = গোখরা। অর্থাৎ ভুক্তিটি পুনর্নির্দেশিত হওয়া উচিত। সমসদ বাংলা অভিধানে বলছে কেউটে = krait; অর্থাৎ পুরা আলাদা গণ ''Bungarus'', ([[শাঁখামুঠি]]-এর গণ)। এখন বেশিরভাগ স্থানেই কেউটে এবং গোখরা আলাদা সাপ। আচ্ছা কাল কেউটে = Indian Cobra? মনে হচ্ছে এই নিবন্ধটির আলাদা থাকলে Bungarus গণের বিবরণ দেওয়া উচিত। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১১:৪৮, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)
 
== নিবন্ধ শিরোনাম পরিবর্তন ও কন্টেন্ট অপসারণ ==
 
আমি এই নিবন্ধের শিরোনাম পরিবর্তন করতে চাই, এবং এখান থেকে কন্টেন্টও সরিয়ে নিয়ে সম্পূর্ণ নতুন কন্টেন্ট যোগ করতে চাই। কারণগুলো নিচে একে একে বর্ণনা করছি।
* নিবন্ধে যে সাপের বর্ণনা দেওয়া হয়েছে তা হচ্ছে Indian Cobra। এটার বাংলা আমি জানি না। কিন্তু এটা যে কেউটে বা কেউটে সাপ কোনোটাই নয়, তার সপক্ষে আমার যুক্তি হলো:
** বাংলা পিডিয়া থেকে &mdash; কেউটে বা শঙ্খিনী হচ্ছে ''Bungarus'' গণ ভুক্ত সাপের প্রজাতি; আর Inian Cobra হচ্ছে ''Naja'' গণভুক্ত। অর্থাৎ এটি সম্পূর্ণ আলাদা একটি গণের সাপের দিকে নির্দেশ করছে। ([http://www.banglapedia.org/httpdocs/HTB/105280.htm সূত্র, শেষ প্যারা দ্রষ্টব্য] )
* এই ভুক্তিটি আমি কেউটে সাপ না রেখে শুধু '''কেউটে''' রাখার প্রস্তাব করছি; কারণ&mdash;
**এটি (খুব সম্ভবত) একটি নির্দিষ্ট গণের (অনেকটা গোখরা যেমন বেশ কয়েকরকম সাপের একটা নাম, সেরকম) দিকে নির্দেশ করে। কারণ এই ''Bungarus'' গ্রুপের কিছু প্রজাতির নিজস্ব বাংলা নাম আছে। যেমন: শঙ্খিনী (যদিও একটু উপরেই আমি <u>কেউটে বা শঙ্খিনী</u> বলেছি, তবুও শঙ্খিনী একটি আলাদা সাপ - [http://www.banglapedia.org/httpdocs/HTB/104851.htm সূত্র]) এবং কালকেউটে [[শাঁখামুঠি]] (''Bungarus caeruleus'')। শাঁখামুঠিকে অনেক স্থানে কেউটে বলা হয়েছে, কারণ শাঁখামুঠি হচ্ছে কেউটে গণের সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত; আর বাংলায় সাপের নামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গণের নামে সেই প্রজাতির সব সাপ পরিচিত। কারণ একই গণের সাপগুলোর মাঝে আকৃতি, রং, ও আচরণগত অনেক মিল থাকে, যার ফলে মানুষ সেই গণের বাংলা নাম দিয়ে গণভুক্ত প্রজাতিগুলো সব একদলে ফেলে দেয়। এই কাজ হয়েছে গোখরায়, অর্থাৎ সব ''Naja''-ই এখন প্রাথমিকভাবে গোখরা নামে পরিচিত। যেমন: ''Naja naja, Naja haje, Naja oxiana'' ইত্যাদি। ''Ophiophagus'' গণের পরিচিত সাপ মূলত একটাই, অর্থাৎ ''Ophiophagus hannah'' বা শঙ্খচূড় থাকার পরেও এটাকে অনেক ক্ষেত্রেই গোখরা বলে ভ্রম হয়।
 
ইন্ডিয়ান কোবারর বাংলা পরিভাষা কেউটে না হলে; কেউটেতে এ সংক্রান্ত তথ্য থাকা উচিত হবে না। আমার মনে হয় বিষয়টি পড়লে আর সূত্রগুলো দেখলে সবাই বুঝতে ও মত দিতে পারবেন। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে এখানে রাখতে পারেন। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১৭:১০, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)
"কেউটে সাপ" পাতায় ফেরত যান।