শক্তিরূপ হেরো তাঁর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''শক্তিরূপ হেরো তাঁর''' হল একটি রবীন্দ্রসংগীত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি-সংকলন ''গীতবিতান'' গ্রন্থের ‘পূজা’ পর্যায়ের অন্তর্গত ‘বিবিধ’ উপপর্যায়-ভুক...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''শক্তিরূপ হেরো তাঁর''' হল একটি [[রবীন্দ্রসংগীত]]। এটি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] গীতি-সংকলন ''[[গীতবিতান]]'' গ্রন্থের ‘পূজা’ পর্যায়ের অন্তর্গত ‘বিবিধ’ উপপর্যায়-ভুক্ত ৪৫৬ সংখ্যক গান।<ref>''[[গীতবিতান]]'', পৃ. ১৮০-১৮১</ref> এই গানটি একটি [[ব্রহ্মসংগীত]]<ref name="tathyabhandar"/> এবং ইমন-ভূপালি রাগে ও চৌতালে নিবদ্ধ।<ref name="rabindrasangeetkosh"/> ১৭ ছত্রের এই গানটি ১৯০৪ সালের ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার (১১ মাঘ, ১৩১১ বঙ্গাব্দ) [[কলকাতা|কলকাতার]] [[আদি ব্রাহ্মসমাজ]] মন্দিরে ৭৫তম [[মাঘোৎসব]] উপলক্ষ্যে রচিত এবং প্রাতঃকালীন উপাসনায় গীত হয়।<ref name="rabindrasangeetkosh"/><ref name="tathyabhandar"/><ref name="rachanabhidhan17"/> গানটি একটি পাঠভেদে ‘শ্রান্তি আলস বিষাদ’-এর পরিবর্তে ‘শ্রান্তি অলস বিষাদ’ (১৩৩৮/১৩৪৫) পাওয়া যায়।<ref name="rachanabhidhan17"/>
 
"শক্তিরূপ হেরো তাঁর" গানটি প্রথম প্রকাশিত হয় ''[[তত্ত্ববোধিনী]]'' পত্রিকার ফাল্গুন ১৩১১ সংখ্যায়।<ref name="rabindrasangeetkosh"/> এরপর এটি প্রকাশিত হয় ''গান'' (‘ব্রহ্মসঙ্গীত’ পর্যায়, ১৩১৬), ''ধর্মসঙ্গীত'' (১৩২১), ''কাব্যগ্রন্থ'' (দশম খণ্ড, ‘ধর্মসঙ্গীত’ অংশ, ১৩২৩), ''গীতবিতান'' (প্রথম সংস্করণ, দ্বিতীয় খণ্ড, আশ্বিন ১৩৩৮ এবং দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় খণ্ড, ভাদ্র ১৩৪৬) গ্রন্থেও।<ref name="tathyabhandar"/> গানটির কাঙ্গালীচরণ সেন কৃত প্রথম স্বরলিপিটি প্রকাশিত হয় ''সঙ্গীত-প্রকাশিকা'' পত্রিকার চৈত্র ১৩১১ সংখ্যায়।<ref name="tathyabhandar">''গীতবিতান তথ্যভাণ্ডার'', পৃ. ৬১৪-৬১৫</ref> এরপর স্বরলিপি প্রকাশিত হয়েছিল স্বরলিপি প্রকাশিত হয় ''ব্রহ্মগীতি স্বরলিপি'' গ্রন্থেও (দ্বিতীয় ভাগ, মাঘ ১৩১২)।<ref name="rabindrasangeetkosh">''রবীন্দ্র-সঙ্গীত-কোষ'', পৃ. ৩০৬</ref> বর্তমানে ''স্বরবিতান'' গ্রন্থের ২২শ খণ্ডে এই গানটির স্বরলিপি মুদ্রিত।<ref name="rabindrasangeetkosh"/>