চকোয়া চাউল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
 
১৬ নং লাইন:
'''চকোয়া চাউল''' বা '''চকোয়া ধান''' [[আসাম]]-এর বিভিন্ন স্থানে উৎপাদিত একধরনের ব্যাপক জাতের শালিধান। এই চালটিতে এমিলুজ উপাদান (শর্করা অণু) তুলনামূলকভাবে কম পরিমাণে পাওয়া যায়। অন্য চালসমূহে এমিলুজ উপাদান ২০-২৭% হওয়ার পরিবর্তে চকোয়া চাউলে এই পরিমাণ ১২-১৭% হয়।<ref name="GIR">{{সাময়িকী উদ্ধৃতি | ইউআরএল=http://www.ipindia.nic.in/writereaddata/Portal/IPOJournal/1_4799_1/Journal_124.pdf | শিরোনাম=CHOKUWA RICE OF ASSAM | সাময়িকী=GEOGRAPHICAL INDICATIONS JOURNAL | বছর=2019 | month=অক্টোবর | সংখ্যা নং=১২৪ | পাতাসমূহ=৮-১৩}}</ref> চকোয়া চাউল কিছু পরিমাণে আঠাজাতীয় হয়। উইলিয়াম উইলসন হান্টার ১৮৭৯ সালে প্রকাশ পাওয়া তাঁর গ্রন্থ ''এ স্ট্যাটিষ্টিকাল একাউন্ট অফ আসাম''য়ে আসামে পাওয়া ৮৭ ধরনের চালের কথা উল্লেখ করেছেন এবং এর মধ্যে চকোয়া চাউল অন্যতম। চকোয়া চাউল এতটাই নরম যে আসামের লোকেরা একে রান্না না করে কেবল জলে ভিজিয়ে রেখেই কোমক চাউল হিসাবে ব্যবহার করেন।<ref name="SAOA">{{বই উদ্ধৃতি | শিরোনাম=A Statistical Account of Assam | প্রকাশক=Trubner & Co. | লেখক=Hunter William Wilson | বছর=১৮৭৯ | অবস্থান=লণ্ডন | পাতাসমূহ=২৫০, ২৫৩, ৩০০, ৩৭০}}</ref> বুরঞ্জীবিদ [[সূর্যকুমার ভূঞা]] ''হিষ্ট্রি অফ আসাম'' শীর্ষক গ্রন্থে [[আহোম সাম্রাজ্য|আহোম]] সৈন্যবাহিনী চকোয়া চাউল থেকে প্রস্তুত করা কোমক চাউল খাদ্য হিসাবে গ্রহণ করার কথা উল্লেখ করেছেন।<ref name="HOA">{{বই উদ্ধৃতি | শিরোনাম=History of Assam | লেখক=Bhuyan SK | বছর=১৯৬৫}}</ref>
===বিবরণ===
চকোয়া চাউলের গাছ প্রায় ১৫৮ সেমিঃ উঁচু হয়। একটি গোছায় গড়ে ৯ টি করে নল থাকে এবং এখানে গড়ে ১৫৮ টা পূর্ণ বীজ থাকার বিপরীতে পাতা থাকে ১৫ টা।<ref name="GIR" />
===প্রকার===
হান্টার চকোয়া চাউলের তিনধরনের প্রকারের নাম উল্লেখ করেছেন এবং এগুলি হচ্ছে গরু চকোয়া, ছোট চকোয়া এবং বর চকোয়া।<ref name="SAOA" /> তিতাবরের [[আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, তিতাবর|ধান গবেষণা কেন্দ্র]] প্রতিষ্ঠিত হওয়ার পরে আসামের বিভিন্ন স্থান থেকে চকোয়া চাউলের প্রায় ২৩টা চারা সংগ্রহ করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।
===উৎপাদন===
আসামের তিনসুকিয়া, ধেমাজী, ডিব্রুগড়, লখিমপুর, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, নগাওঁ, মরিগাওঁ এবং শোণিতপুর জেলায় প্রধানভাবে এর চাষ করা হয় যদিও মাজুলী এবং দরং জেলায়ও চকোয়া চাউলের চাষ দেখা যায়।
 
চকোয়া চাউলের উৎপাদন চক্রটি ১৩৫-১৬৫ দিনের। ধান রোয়া কার্য জুন-জুলাই মাসে আরম্ভ হয় এবং নভেম্বর-ডিসেম্বর মাসে শস্য কাটার জন্য উপযোগী হয়ে উঠে। প্রতি হেক্টর মাটিতে এই ধানের গড় উৎপাদন ২.৫ টন। কিন্তু আসামের কৃষকরা ঘরে খাবার অন্য ধানসমূহের সাথেই চাষ করা উঁচু পরম্পরাগত চকোয়া চাউলের উৎপাদন প্রতি হেক্টরে ১ টনেরও বেশি নয়। রোদ বা আলোর প্রতি সংবেদনশীলতার জন্য রোদ থেকে সময়ের উপর নির্ভর করে এর বৃদ্ধি বা উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে।<ref name="GIR" />
 
===ভৌগোলিক স্বীকৃতি===
২০১৬ সালে যোরহাটের ''সেউজ সতীর্থ'' নামের এক প্রতিষ্ঠান [[আসাম কৃষি বিশ্ববিদ্যালয়]]-এর সহযোগতিয় চকোয়া চাউলকে ভৌগোলিক স্বীকৃতি প্রদানের জন্য আবেদন জানান। ২০১৯ সালের ২৪ অক্টোবরে প্রকাশ পাওয়া ভারত সরকারের ভৌগোলিক স্বীকৃতি পঞ্জীয়ন বিভাগ থেকে প্রকাশিত পত্রিকার ১২৪ সংখ্যক সংস্করণে চকোয়া চাউলকে [[ভৌগোলিক স্বীকৃতি]] প্রদান করা হয়।<ref name="TS">{{সংবাদ উদ্ধৃতি | ইউআরএল=https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/traditional-scarf-gamosa-of-assam-gets-geographical-indications-tag/ | শিরোনাম=Traditional Scarf (Gamosa) of Assam gets Geographical Indications tag | কর্ম=The Sentinel | তারিখ=November 18, 2019 | সংগ্রহের-তারিখ=April 12, 2020}}</ref>
===তথ্যসূত্র===
{{সূত্র তালিকা}}
<references />
{{ভৌগোলিক ইঙ্গিত}}